২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯ আশ্বিন, ১৪৩২ | ১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

কক্সবাজারে ৬ রেস্তোরাঁকে ২০ লাখ টাকা জরিমানা

পর্যটক ও দূরপাল্লার যাত্রীদের উপলক্ষ্য করে চলা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া-লোহাগাড়া ও কক্সবাজার শহরের বেশ কয়েকটি আধুনিক রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর, ভেজাল ও নিম্নমানের খাবার পরিবেশন এবং ন্যায্যমূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে এসব প্রতিষ্ঠানে সোমবার দিনের পৃথক সময়ে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত।

র্যাব -৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর রুহুল আমিন জানান, বেশ কিছুদিন থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া, লোহাগাড়া ও শহরের এসব পর্যটক সেবাদানকারী খাবার প্রতিষ্ঠানে অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল নিম্নদামের খাবার বেশিদামে পরিবেশন করা হচ্ছে।

এটি দেখতে র্যাব বেশ কিছুদিন থেকে গোপনে অভিযানে নামে। অভিযোগের সত্যতা পেয়ে সোমবার ভ্রাম্যমাণ আদালত নিয়ে র্যাব অভিযানে নামে।

অভিযানে চকরিয়ার ইনানী রিসোর্টকে ২ লাখ ৫০ হাজার, লোহাগাড়ার ফোর সিজন রেস্তোরাঁকে ২ লাখ ৫০ হাজার, চুনতির মিডওয়ে কিং বেকারিকে ৫০ হাজার, মিডওয়ে ইন রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

একইভাবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পরিবেশনের অভিযোগে কক্সবাজার শহরের মিস্টিবন বেকারিকে ৬ লাখ ও স্বাদ বেকারিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে র্যাব ফোর্সেস সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ মোতাবেক এসব জরিমানা করা হয় বলে জানান র্যাবের এই কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।