১৮ নভেম্বর, ২০২৫ | ৩ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ   ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

কক্সবাজারে ৪০ কেজি জাটকা আটক

কক্সবাজারে ৪০ কেজি জাটকা ইলিশ আটক করা হয়েছে। ২৩ জানুয়ারী (সোমবার) সকাল ১১ টায় মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমান টীম শহরতলীর নুনিয়াছড়াস্হ বিএফডিসি মৎস্য অবতরনকেন্দ্র থেকে এসব জাটকা আটক করেন। জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডঃ মঈন উদ্দীন আহমদের নেতৃত্বে কক্সবাজার মৎস্য অবতরনকেন্দ্র ব্যবস্হাপক শরীফুল ইসলাম, উখিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা একেএম শাহরিয়ার নজরুল ও মৎস্য অধিদপ্তরীয় বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন। জেলে-মৎস্যজীবি, মৎস্য ব্যবসায়ী ও ফিশিংবোট মালিকরা এসময় উপস্হিত ছিলেন। আটককৃত জাটকা ইলিশ মোটেল রোডের হাফেজিয়া তাজবীদুল কোরআন এতিমখানায় বিতরন করা হয়। উল্লেখ্য, ২৫ সেন্টিমিটার (প্রায় ১০ ইঞ্চি) দৈর্ঘ্যের চেয়ে ছোট ইলিশ “জাটকা” নামে পরিচিত। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাসব্যাপী সারাদেশে জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা মৎস্য সংরক্ষন অাইনে দন্ডনীয় অপরাধ। এ আইন অমান্যকারীকে কমপক্ষে ১ থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জেলাব্যাপী জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।