১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

কক্সবাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে সড়ক নিরাপত্তা বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে জেলা প্রশাসন ও বিআরটিএ কক্সবাজার সার্কেল কার্যালয়। এতে অংশ নেন নতুন গাড়ি চালানো শেখা ১০০ জন চালক। কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিআরটিএ’র পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, কোন ঘাতক চালক হয়না। ‘কিছু’ চালক ট্রাফিক চিহ্ন না মানা, অতিরিক্ত বোঝাই ও গতি এবং ওভারটেকিং করার কারণে দুর্ঘটনা সৃষ্টি হয়। এসব চালকদের ব্যক্তিগত কোন না কোন সমস্যা রয়েছে। তাই গাড়ি চালানোর সময় সম্পূর্ণভাবে স্বাভাবিক মানষিকতায় থাকতে হবে।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন কক্সবাজার ট্রাক মালিক গ্রুপের সভাপতি ও আঞ্চলিক পরিবহন কমিটির সদস্য নইমুল হক চৌধুরী টুটুল, কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, ট্রাফিক পুলিশের পরিদর্শক বিনয় কুমার বড়–য়া, বিআরটিএ কক্সবাজার কার্যালয়ের সহকারি পরিচালক মো. জামাল উদ্দিন ও পরিদর্শক আরিফুল ইসলাম।
নইমুল হক চৌধুরী বলেন, চালকেরা শুধু মাদক সেবনই করে না অনেকে মাদক পরিবহনও করে। প্রতিমাসে ৩ থেকে ৪টি ট্রাক ইয়াবাসহ আটক হয়। এটি অত্যন্ত নৈতিকতা বর্জিত ও পেশার প্রতি অসম্মানজনক কাজ। চালকদের এই ধরণের অনৈতিক কাজ পরিহার করতে হবে। কারণ ইয়াবার ছোবলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।
ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, গাড়ি চালানোর সময় অনেক চালক ধুমপান করে। ধুমপান করার সময় তাদের মানসিকতা অন্যদিকে চলে যায়। এতে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি চালানোর সময় কোন অবস্থাতেই ধুমপান না করার অনুরোধ জানান তিনি।
বিআরটিএ কার্যালয়ের পরিদর্শক আরিফুল ইসলাম জানান, গাড়ি চালানো শিখতে আগ্রহী ১০০ জন ব্যক্তিকে টানা দুইদিন মাঠ পর্যায়ে প্রশিক্ষণ বিআরটিএ কক্সবাজার কার্যালয়। পরে তাদের পরীক্ষা নেওয়া হয়। ওই ১০০ জন চালকই সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালায় অংশ নেন। কর্মশালায় তাদেরকে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।