৫ ডিসেম্বর, ২০২৫ | ২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন   ●  ১৩ নভেম্বরকে ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী   ●  কক্সবাজার ৪আসনঃ প্রার্থী চুড়ান্ত, তবুও মনোনয়ন বঞ্চিত আবদুল্লাহর সমর্থকদের বিক্ষোভ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধ, শৃংখলা জোরদারের  লক্ষ্যে মোবাইল কোর্ট, জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার -চট্রগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধ, সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন,করিমন,থ্রি হুইলার,ফিটনেসবিহীন মোটরযান, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পীড নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার কক্সবাজারের চট্রগ্রাম মহাসড়কের  চকরিয়া উপজেলার ইসলামনগর নামক স্থানে উপজেলা প্রশাসন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), হাইওয়ে ও থানা পুলিশ এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. এরফান উদ্দিন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইন্জ্ঞিঃ) উথোয়াইনু চৌধুরী অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বিআরটিএ’র চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে শৃংখলা জোরদার করার লক্ষ্যে অবৈধ নসিমন,করিমন,থ্রি হুইলার,ফিটনেসবিহীন মোটরযান,লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও ওভার স্পীড নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন- ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারণে জরিমানা করা হয়। ১২ টি মামলা এবং ৪২,৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও বলেন, জরিমানা করা মূখ্য উদ্দেশ্য নয়। সচেতনতা বৃদ্ধি ও নিয়মের মধ্যে নিয়ে আসাই মূখ্য উদ্দেশ্য। অবৈধ যানবাহনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে এই কর্মকর্তা জানান। এই অভিযানে সহকারী মোটরযান পরিদর্শক মোহাম্মদ ইউছুফসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।