২০ আগস্ট, ২০২৫ | ৫ ভাদ্র, ১৪৩২ | ২৫ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারে সংখ্যালঘু সম্প্রদায়কে সন্ত্রাসীদের অব্যাহত হুমকী

কক্সবাজার শহরের সাব-মেরিন ক্যাবলস্স্থ চৌধুরী পাড়ায় এক সংখ্যালঘু সম্প্রদায়কে সন্ত্রাসীরা অব্যাহত হুমকী দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকীর মুখে পরিবারটি সন্ত্রাসীদের ভয়ে অসহায় দিনযাপন করছে। যে কোন মূহুর্তে সন্ত্রাসীরা তাদের উপর সশস্ত্র হামলা চালাতে পারে বলে আশংকা করা হচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস করছে না।
অভিযোগে জানা গেছে, উক্ত এলাকার সুলাল মল্লিক গং এর পৈত্রিক ভাবে প্রাপ্ত সম্পত্তি জবর দখলের আশায় এলাকার কিছু সন্ত্রাসী দল বেঁধেছে। তারা উক্ত পরিবারটিকে এলাকা থেকে উচ্ছেদের জন্য বেশ’কিছুদিন ধরে নানা ভাবে হুমকী, দমকীসহ হয়রানি করে আসছে। এ ব্যাপারে স্থানীয়ভাবে বেশ ক’বার সূরাহা করার চেষ্টাও করা হয়। কিন্তুু সন্ত্রাসীর দল এতই বেপরোয়া যে কারো কথার কর্ণপাত তারা করেন না।
জমির মালিক সুলাল মল্লিক জানান, আমরা বংশ পরিক্রমায় দীর্ঘদিন ধরে বাপ-দাদার ভিটে বাড়িতে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছি। নাম প্রকাশ না করার স্বত্ত্বে তিনি বলেন, সন্ত্রাসীরা এতই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে ভয়ে এলাকার কেউ কথা বলতে সাহস করেন না। বাপ-দাদার ভিটে ছেড়ে আমরা যাবো কোথায় ? অসহায় বলে আমাদের উপর এ অত্যাচার, নির্যাতন। যে কোন মূহুর্তে সন্ত্রাসীরা আমার ও আমার পরিবারের উপর সশস্ত্র হামলা চালাতে পারে।
এ ব্যাপারে তিনি পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।