২৩ অক্টোবর, ২০২৫ | ৭ কার্তিক, ১৪৩২ | ৩০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কক্সবাজারে রোববার থেকে পেট্রোলপাম্পে ধর্মঘট

petrole-pamp20161027085327
কক্সবাজারের সমস্ত পেট্রোলপাম্পে আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে। বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ কর্তৃক ১২ দফা দাবি আদায়ের আন্দোলনে একিভূত হয়ে কক্সবাজার পেট্রোলপাম্প ও ডিলারস ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্সি ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছে।

এ লক্ষ্যে এক বৈঠক বুধবার সন্ধ্যায় এজাজুল ওমর চৌধুরী বাট্টুর সভাপতিত্বে শহরের এক রেস্তোরায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক অজিউল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সম্পাদক মাঈনুদ্দীন চৌধুরী।

সভায় কক্সবাজার পেট্রোলপাম্প মালিক সমিতির উপদেষ্টামন্ডলির সদস্য তোফায়েল আহমদ চৌধুরীসহ কেন্দ্রীয় পেট্রোলপাম্প মালিক সমিতির সদস্য ও কক্সবাজারের পেট্রোলপাম্প মালিকগণ উপস্থিত ছিলেন।

সভায় সকলেই কেন্দ্রীয় পরিষদের সঙ্গে একমত পোষণ করে আগামী ৩০ অক্টোবর রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য জেলার সকল পেট্রোলপাম্প ও এজেন্সি এবং ট্যাংক-লরি মালিক ও শ্রমিকবৃন্দ বিনিয়োগ ও শ্রম প্রদান থেকে বিরত থাকার কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় সমগ্র জেলার জন্য তেল উত্তোলন, পরিবহন, বিক্রয় ও বিপণন বন্ধ থাকবে বলে ঠিক করেন তারা। এছাড়া দাবি পুরণ না হওয়া পর্যন্ত সমগ্র জেলার পেট্রোলপাম্প ও ট্যাংক-লরি বন্ধ থাকবে।

উল্লেখ্য, পেট্রোলপাম্প মালিক সমিতির সমস্যা সমাধানের জন্য ১২ দফা দাবি আদায়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেয়া হয়। দাবি আদায়ে গত ২৮ আগস্ট ৯ ঘণ্টার প্রতীকী কর্মবিরতি কর্মসূচী পালন করে সংশ্লিষ্টরা। এরপরও সরকারের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ না করার ফলে গত ৪ সেপ্টেম্বর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়। কিন্তু গত ২০ সেপ্টেম্বর জ্বালানি প্রতিমন্ত্রী এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই আগের মতো ২-১টি আশ্বাস দিয়ে সভাকক্ষ ত্যাগ করেন। সেখানে ১২ দফা দাবির বিষয়ে কোনো কথা বলার সুযোগ দেয়া হয়নি।

এমতাবস্থায় ১২ দফা দাবি আদায়ে সরকারকে ১০দিনের সময় দেয়া হয়। কিন্তু সরকার কোনো উদ্যোগ না নেয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে অনির্দিষ্টকালের কর্মবিরতির মতো কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নেয় পেট্রোলপাম্প মালিক সমিতি।

এরআগে গত ১৯ অক্টোবর ঢাকায় সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংক-লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সেখান থেকে সারাদেশের জন্য অনির্দিষ্টকালের কর্মবিরতির আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।