৩ অক্টোবর, ২০২৫ | ১৮ আশ্বিন, ১৪৩২ | ১০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

কক্সবাজারে যক্ষ্মা নিরোধে কলেজ শিক্ষকদের সহযোগিতা চেয়েছে ‘নাটাব’

সমাজে জনসচেনতা বৃদ্ধি হলেই দেশ থেকে যক্ষ্মা রোগী পুরোপুরি দূর করা সম্ভব। তাই যক্ষ্মা প্রতিরোধে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীসহ সমাজের গণ্যমান্য সকল ব্যক্তিকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কক্সবাজার জেলা শাখার উদ্যোগে কলেজ শিক্ষকদের নিয়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে কক্সবাজার সিটি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং।

জেলা নাটাব সভাপতি কবি কামরুল হাসানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় যক্ষ্মা রোগের সচেতনতার বিষয়ে পরামর্শমূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নুরুল আলম। তিনি বলেন, যক্ষ্মা রোগী নিয়মিত চিকিৎসা নিলে রোগ সম্পূর্ণ ভাল হয়, কিন্তু অনিয়মিত ঔষধ সেবন না করলে আরও ভয়াবহ হয়, বর্তমানে আধুনিক যুগে শহর অঞ্চলে যক্ষ্মা রোগী সংখ্যা বেশি, কারণ অবহেলা। তাই কলেজ শিক্ষকসহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গের মাঝে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারূপ করেন জনপ্রিয় এই চিকিৎসক। এসময় কলেজ শিক্ষক-শিক্ষার্থী ও নাটাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন নাটাব এর চট্টগ্রাম আঞ্চলিক কো-অর্ডিনেটর মোহাম্মদ হেলাল খন্দকার।

উল্লেখ্য, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ায় পর থেকে সভা, সেমিনার, র‌্যালি, আলোচনা অনুষ্ঠান, যক্ষ্মা দিবস ও অন্যান্য অনুষ্ঠান সুনামের সাথে পরিচালনা করে আসছে নাটাব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।