২০ ডিসেম্বর, ২০২৫ | ৫ পৌষ, ১৪৩২ | ২৮ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল

কক্সবাজারে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে নৌ পরিবহন মন্ত্রীর মতবিনিময়

 


নৌ পরবিহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, পরিবহনের মালিক-শ্রমিকরা সত্যিকারের সেবক, তারা দেশ ও মানুষের সেবা করে। এই জন্যে জাতির পিতার মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শ্রমিকদের ভালোবাসেন। তিনি ক্ষমতায় আসার পর থেকে অসহায়-অস্বচ্ছল শ্রমিকদের কোটি কোটি টাকা দিয়েছেন। যা আগামীতেও অব্যাহত থাকবে।
মন্ত্রী বৃহস্পতিবার (৯মার্চ) রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ‘বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কক্সবাজার জেলা শাখার’ যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রফিকুল হুদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আবদুর রহিম বক্স (দুদু ভাই), কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার-রামু সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মূসা, জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আবু, শ্রমিকনেতা শাহ আলম, মোহাম্মদ ইদ্রিস মিয়া, আবু ছিদ্দিক, কামাল আজাদ, রাশেদুল মোস্তফা, সলিম উল্লাহ, শওকত আলম, সোলেমান মনু ও মোহাম্মদ আলী।
মতবিনিময়কালে প্রধান অতিথি বর্তমান সরকারকে শ্রমিক বান্ধব সরকার দাবি করে আরও বলেন, ‘কক্সবাজারে বিরাজমান মালিক শ্রমিকদের অনৈক্যের কারণে একদিন বড় ধরণের সমস্যার সৃষ্টি হতে পারে।’ তাই এখনই সময় বিরোধ ভুলে সকলে কাঁধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠন করার উপর গুরুত্বারূপ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।