কক্সবাজারে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আয়োজনে চারদিন ব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে।
সোমবার সকালে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) ও আঞ্চলিক সহযোগী চুক্তি সংস্থার (আরসিএ) যৌথ উদ্যোগে কক্সবাজারের ইনানীর রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্টে ৩৯তম সম্মেলনের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ আনবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার মো. মনজারুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিশেষ অতিথি ড. নাঈয়ুম চৌধুরী, টিসি এশিয়া ও প্যাসিফিক পরিচালক নাজাত মোক্তার, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ভারপ্রাপ্ত পরিচালক, ড. আলেয়া বেগম প্রমুখ।
সম্মেলনে বাংলাদেশসহ ১৯ দেশের মধ্যে অস্ট্রেলিয়া, কলম্বিয়া, চীন, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, লাও এফডিআর, মালেয়শিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, নিউজিল্যান্ড, পাকিস্তান, ফিলিপাইন, রিপাবলিক অব কোরিয়া, শ্রীলংকা, থাইল্যান্ড, ভিয়েতনাম, আরসিএ আরও কোরিয়া, আরসিএ পিএসি অস্ট্রেলিয়া অংশগ্রহণ করে। প্রথম দিনের সম্মেলনে জাপান, পালাও ও সিঙ্গাপুর অংশগ্রহণ করেনি ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।