১২ জুলাই, ২০২৫ | ২৮ আষাঢ়, ১৪৩২ | ১৬ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

কক্সবাজারে দুই ভারতীয় নারী পাচারকারী আটক

arrest-md20150630203027

ভারতীয় ২ নারী পাচাকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ানের সদস্যরা। রোববার বিকাল ৪টার দিকে কক্সবাজার শহরতলীয় লিংকরোড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কবল থেকে পাচার হতে যাওয়া ২ নারীকে উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, ভারতের দিল্লি জেলার শক্কপুর থানার লক্ষèীনগর এলাকার অতুল হালদারের মেয়ে পূজা হালদার (১৮) ও ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার পুন্ড্রলি এলাকার অনিল মোহন্তের মেয়ে লক্ষèী মোহান্ত (৬০)।
রোববার সন্ধ্যা ৬টায় র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পে এক সংবাদ ব্রিফিংয়ে ক্যাম্পের কোম্পানি অফিসার আহমেদ হোসেন মহিউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় ২ নারী পাচারকারীকে আটক করা হয়। এসময় তাদের কবল থেকে উখিয়ার কুতুপালং এলাকার শামসুল আলমের স্ত্রী রাশেদা (২৮) ও একই এলাকার এজাহার হোসেনের স্ত্রী জেসমিনকে (২২) উদ্ধার করা হয়।
কোম্পানি অফিসার আহমেদ হোসেন মহিউদ্দীন জানান, হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ প্রবেশ করে ২ পাচারকারী। এরপর তারা সিন্ডিকেটের মাধ্যমে তারা সোজা টেকনাফে চলে আসে। সেখানে তারা তিন দিন অবস্থান করে। এরপর দালালের মাধ্যমে উখিয়া থেকে ২ নারীকে নিয়ে তারা ভারতের উদ্দেশ্যে রওয়ানা হয়।
উদ্ধার হওয়া ২ নারী জানান, ভারতের দিল্লিতে একটি ফ্যাক্টরিতে মাসে ৪০ হাজার টাকা বেতনের চাকরি দেয়ার কথা বলে তাদেরকে ভারতে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। কুতুপালং ক্যাম্পের রাজ্জাক নামে এক ব্যক্তি তাদেরকে পাচারকারীদের হাতে তুলে দেন।
আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশের দায়ে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হবে বলে জানানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।