২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারে দুই পক্ষে সংঘর্ষে যুবক নিহত, গুলিবিদ্ধ ১০

CoxsBazar_District_Map_Banglades
কক্সবাজারের মহেশখালীতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলিতে রিদোয়ান (৩৩) নামে এক সন্ত্রাসী গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের আরো অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার ক্রাইমজোন খ্যাত কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, এলাকার চিহ্নিত ও আলোচিত দুটি সন্ত্রাসী গ্রুপ নোনাছড়ি পূর্ব গুধারপাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী গ্রুপের সঙ্গে একই গ্রামের চাঁন মিয়ার ছেলে মোহাম্মদ উল­াহ গ্রুপের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ও সংঘর্ষ চলে আসছিল।

বুধবার রাত ১১টায় মোহাম্মদ আলী গ্রুপের লোকজন নোনাছড়ি বাজারের উত্তর পাশে সফি মার্কেটের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। এসময় প্রতিপক্ষ মোহাম্মদ উল­াহ গ্রুপের স্বশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে দুুগ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়।

গোলাগুলিতে মোহাম্মদ আলী গ্রুপের ভাড়াটিয়া সন্ত্রাসী উত্তর ঝাপুয়া পাহাড়তলী গ্রামের আকতার হোছনের ছেলে রিদোয়ান (৩৩) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। এছাড়া মোহাম্মদ উল­াহ গ্রুপের রমজান আলী নামের আরেক সন্ত্রাসীকেও মুমূর্ষ অবস্থায় চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল চন্দ্র বনিক ঘটনার সত্যতা নিশ্চিত করে রাত পৌনে ১টায় বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। দু’সন্ত্রাসী বাহিনীর মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।