১৫ ডিসেম্বর, ২০২৫ | ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ২৩ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

কক্সবাজারে আওয়ামীলীগের প্রতিনিধি সমাবেশের টুকিটাকি …

লাল গোলাপ লাগবেনা, কথা কম কাজ বেশী
প্রধান অতিথির বক্তব্য দিতে চেয়ার থেকে উঠছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এমন সময় ‘কাদের ভাইয়ের আগমন শুভেচ্ছার স্বাগতম’ আওয়ামী লীগের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছাসহ নেতাকর্মীদের নানা শ্লোগানে মূখর হয়ে উঠেছে বিকালকার সমাবেশস্থল। শনিবার ১১ ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশের চিত্র ছিলো এটি। তখন হঠাৎ ওবায়দুল কাদের তাদের থামিয়ে বললেন, লাল গোলাপ লাগবেনা। রজনীগন্ধা ও ভালবাসা লাগবে না। কথা কম কাজ বেশি।

কবি ওবায়দুল কাদের…
সামনে খুব কম সময়। জাতীয় নির্বাচনের আর বাকি দেড় বছরেরও একটু বেশি। কক্সবাজারে এত কর্মী থাকতে ভরাডুবি কেন? সামনের কর্মীরা ভাল, মঞ্চে খারাপ রয়েছে। তবে সবাই না। নেতার অভাব নাই, কিন্তু কর্মীর বড়ই অভাব। আওয়ামী লীগের জনপ্রিয় এই শীর্ষ নেতা কবির কন্ঠে বলেন, পোস্টারের ছবি ছিঁড়ে যাবে। কাগজের ছবি নষ্ট হবে। গেইটের ছবি ভেঙে যাবে। পাথরের ছবি ক্ষয়ে যাবে। আর হৃদয়ের ছবি রয়ে যাবে। আমাদেরকে হৃদয়ে ছবি আঁকতে হবে। যেমনটা একেঁছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা। এসময় মন্ত্রীর মুখে কবিতা শুনে উপস্থিত অনেকেই বলাবলি করছিলেন তিনিতো শুধু মন্ত্রী নন, কবিও।

প্রধানমন্ত্রীর হৃদয়ে বাংলাদেশের ছবি
প্রধানমন্ত্রীর হৃদয়ে বাংলাদেশের ছবি তুলেছেন বলেই তিনি অনেক দূর এগিয়ে গেছেন। তাঁর সততা ও নিষ্ঠার কথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার মতো একজন বিচক্ষণ, সফল ও দক্ষ প্রশাসক বিগত ৪১ বছরেও বাংলাদেশে সৃষ্টি হয়নি।

তেল মারা বন্ধ করুন
মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, তেল মারা বন্ধ করুন। আমাদেরকে খুশি করে লাভ নেই। খুশি করতে হবে কক্সবাজারের জনগণকে। তারাই হচ্ছে আমাদের ক্ষমতার উৎস। তাদের ভালবাসা অর্জন করুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।