২১ আগস্ট, ২০২৫ | ৬ ভাদ্র, ১৪৩২ | ২৬ সফর, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারে অস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য আটক

received_1815953835329516
কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়নের রুহুল­ার ডেইল পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাতদলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ, ৩টি কার্তুজের খোসা, ৩টি ছোরা, ৪টি মুখোশ, ৫টি লোহার রড উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার গভীররাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজাউল করিম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ধর্ষ ডাকাত সৈয়দ হোসেন মাটি ও কলিমুল­া কলি তার সহযোগিদের নিয়ে খুরুশকুল রুহুল­ার ডেইলের দক্ষিণে রাজেন্দ্র মেম্বারের ঘোনা সংলগ্ন পাহাড়ের উপরের আস্তানায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এমন খবর পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রহিমের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। এ সময় শফিক, সোহেল, দেলোয়ার, মান্নান ও দিদার নামে ডাতাকদলের ৫ সদস্যকে আটক করা হয়।

ডাকাত সর্দার মাটি ও কলি পাহাড় বেয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ডাকাতের আস্তানা তল্লাশি করে দুটি দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ, ৩টি কার্তুজের খোসা, ৩টি ছোরা, ৪টি মুখোশ, ৫টি লোহার রড উদ্ধার করেছে।

এএসপি রেজাউল করিম আরো জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ডাকাত কলিমুল­া কলি ও সৈয়দ হোসেন মাটিকে ধরার চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।