
জীবন মরণ সন্ধীক্ষণে কক্সবাজার সদর হাসপাতালে কাতারাচ্ছেন জনপ্রিয় গীতিকার সাংবাদিক দৈনিক কক্সবাজার বাণীর প্রতিষ্টাতা সম্পাদক ও প্রকাশক ফরিদুল মোস্তফা খাঁন। নাঈমুল ইসলাম খাঁন সম্পাদিত মিডিয়া গ্রুপ দৈনিক আমাদের সময়ের কক্সবাজারস্থ এই আবাসিক সম্পাদক গত শুক্রবার মধ্যরাতে গুরুত্বর অসুস্ত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি হন। তাঁর পারিবারিক সূত্র জানান, ওই দিন রাতে প্রথমে সাংবাদিক ফরিদুল মোস্তফা খাঁনে বুকে ব্যাথা অনুভূত হলে তাৎক্ষণিক ভাবে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন সাংবাদিক ফরিদুল মোস্তফা খাঁন হৃদজনিত রোগে ভোগছেন। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাকে সুস্থ করে তুলতে। বর্তমানে ফরিদুল মোস্তফার শারিরীক অবস্থা কিছুটা উন্নতির দিকে। এই অবস্থায় কক্সবাজারের প্রথিতযশা এই সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে তাঁর আশুরোগ মুক্তির জন্য মকলের কাছ থেকে দোষা কামনা করা হয়েছে। এদিকে অসুস্থ সাংবাদিক ফরিদুল মোস্তফা খাঁনকে এক নজর দেখতে হাসপাতালে ছুটে কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি বরণ্য সাংবাদিক আতাহার ইকবাল, জাতীয় দৈনিক আমার কাগজ এর সহ-সম্পাদক মোঃ আকতার হোছাইন কুতুবী, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. ছৈয়দ আলম, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও কার্যকরী পরিষদের সদস্য এড. এ কে এম আতাউল হক, কার্যকরী পরিষদ সদস্য এড. দেলোয়ার আলম সহ অগণিত তার শুভাখাংক্ষীরা।
			
									
			
					 ২০২১ ফেব্রুয়ারি ০৮  ০৮:৩১:১১ 
					
					 ২০২০ জুলাই ২৮  ০৬:০২:৪৫ 
					
					 ২০২০ জুন ২৭  ১১:১৮:৫৪ 
					
					 ২০২০ জুন ২২  ১২:৫৩:২৯ 
					
					 ২০২০ মে ২৯  ০৫:৫৩:৩৫ 
					
					 ২০২০ মে ০৯  ০১:০৫:২৩ 
					
					 ২০২০ মে ০৭  ০৫:০৩:৩০ 
					
					 ২০২০ মে ০৫  ১১:৫৩:৩৯ 
					
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।