২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

কক্সবাজার সিটি কলেজে সংবর্ধিত হলেন মেয়র মুজিবুর রহমান

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার সিটি কলেজ গভর্ণিং বডির সদস্য জননেতা মুজিবুর রহমান কক্সবাজার পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা-ভালবাসায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনার আয়োজন করে সিটি কলেজ কতৃপক্ষ। সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন। এসময় সংবর্ধনার জবাবে মেয়র মুজিবুর রহমান বলেন, ‘শিক্ষা জাতির মেরুদন্ড, তাই জ্ঞান অর্জনের মধ্যদিয়ে জীবনের সিঁড়ি বেয়ে দ্রুত সাফল্যের উচ্চ শিখরে উঠা যায়। যে সাফল্য দেশ ও জাতির কল্যাণ বয়ে আনে বলেই শিক্ষাখাতে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য আগামী নির্বাচনে আবারও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। তরুণ শিক্ষার্থীরাই পারে সরকারের উন্নয়ন কর্মকান্ড দেশব্যাপী ছড়িয়ে দিতে। তাই আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার আরো একটি বিজয়ের জন্য ঝাপিয়ে পড়ি। অধ্যক্ষ ক্য থিং অংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় মেয়র মুজিবুর রহমান আরো বলেন, ‘সেই ছোট্ট কুঠির থেকে শুরু করা কক্সবাজার সিটি কলেজ আজ বাংলাদেশের মডেল কলেজে রূপান্তরিত হয়েছে। কলেজের অগ্রযাত্রায় শিক্ষক ও পরিচালনা কমিটির অক্লান্ত পরিশ্রম করছে বলেই তা সম্ভব হয়েছে। পরিশ্রম অব্যাহত থাকলে প্রায় ১৩ হাজার শিক্ষার্থীর এই কলেজ অল্প সময়ের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপ নেবে।’ সে ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন মেয়র মুজিব।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন বলেন, ‘আজ আমাদের জন্য একটি আনন্দময় ঐতিহাসিক দিন। কারণ আমরা কক্সবাজারের মাটি ও মানুষের সবচেয়ে কাছের মানুষ মেয়র মুজিবুর রহমানকে সংবর্ধনা দিচ্ছি। তিনি জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ও বিশ্বাসের প্রতীক। আমাদের প্রত্যাশা প্রধানমন্ত্রীর আশির্বাদে খুব অল্প সময়ের মধ্যে কক্সবাজারকে বদলে দিতে সক্ষম হবেন পর্যটন নগরীর নতুন মেয়র।’

অধ্যাপিকা এথিন আরো আরো বলেন, ‘কক্সবাজার সিটি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকে মুজিবুর রহমান আমাদের সাথে ছিলেন। তিনি এই কলেজের পরিচালনা কমিটির সদস্যও। বিশেষ করে সিটি কলেজ লাগোয়া ঝুঁকিপূর্ণ একটি পাহাড় কাটা নিয়ে বিভিন্ন সময় সৃষ্ট জটিলতাগুলো নিরসনসহ সকল দুর্দিনের তিনি আমাদের পাশে ছিলেন, নানাভাবে সহযোগিতাও করেছেন সবসময়। তিনি এখন মেয়র হয়েছেন তাই কলেজের জন্য সহযোগিতার হাত আরো প্রসারিত করতে পারবেন। আমরা তাঁর কাছে সেই সহযোগিতাটুকু আশা করছি।’

সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক নূরুল আবছার চৌধুরীর সংবর্ধনা স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির দাতা সদস্য এডভোকেট ফরিদুল আলম, সদস্য ইঞ্জিনিয়ার বদিউল আলম, কলেজের উপাধ্যক্ষ আবু জাফর মোঃ ছাদেক।
এর আগে মানপত্র পাঠ করেন প্রভাষক সৈয়দা রিপা জাহান। পরে সংবর্দিত অতিথিকে কলেজের পক্ষ থেকে একটি দৃষ্টিনন্দন প্রতিকী নৌকা উপহার দেয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।