কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। রোববার ইনানী সমুদ্র সৈকতের শফিরবিল এলাকা থেকে রেজুখাল ব্রিজ পর্যন্ত ৭৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় অন্যান্য স্থাপনা গুলোকে দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়। একই সময় পৃথক অভিযানে সুগন্ধা পয়েন্টের প্রবেশমুখের রাস্তার উভয় পাশে গড়ে উঠা ৬৫ টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়। গত বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু হয়। প্রথমদিনের অভিযানে সমুদ্র সৈকতের নাজিরারটেক এলাকায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।
ইনানী সমুদ্র সৈকতে অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস।
সুগন্ধা পয়েন্টের অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) পঙ্কজ বড়–য়া। ওই অভিযানে আরো ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আব্দুস সোবহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম। এছাড়ার ইনানীর অভিযানে বনবিভাগ, পুলিশ ও আনসার সহযোগিতা করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।