২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ৮ আশ্বিন, ১৪৩২ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

কক্সবাজার সদর হাসপাতালে ১৩৯ নতুন নার্স

১৩৯ জন নার্সের যোগদানের কারনে কক্সবাজার হাসপাতাল প্রাণ ফিরে পেয়েছে qআর মুখরিত হয়ে উঠেছে। নার্স সংকটের দুর্নাম কাটিয়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে সরকার। এখন কক্সবাজার সদর হাসপাতালে শতভাগ নার্সিং সেবা প্রদান নিশ্চিত করা হয়েছে।’

২৫ জানুয়ারী সদ্য যোগদানকারি ১৩৯ জন নার্সের ওরিয়েন্টশন কোর্সে সিভিল সার্জন ডা: পূঁ চ নু একথা বলেন।

সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: মো: আখতারুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টশন কোর্সে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: রেজাউল করিম বলেন-‘ নার্স হচ্ছে হাসপাতালের প্রাণ। হাসপাতালে নার্সরা সার্বক্ষনিক রোগিদের পাশে থেকে সেবা প্রদান করে। নার্সদের যথাযথ সেবার মাধ্যমে রোগিরা দ্রুত সুস্থ্য হয়ে উঠেন।

তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের দ্বিতীয় শ্রেণির মর্যদা দিয়ে যথাযথ মূল্যায়ণ করেছেন। আর সারা দেশে ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে চিকিৎসা সেবায় দৃষ্টান্ত স্থাপন করেছেন সরকার।’

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা: সুলতান আহমদ সিরাজি, ডা: আয়ুব আলী, নার্সিং ইনস্টিটিউটের সুপার ভাইজার অঞ্জলী দে, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি দৌলতুন্নেছা, সাধারণ সম্পাদক ছবি চক্রবর্তী ও জেলা পাবলিক হেলথ নার্স ফুলেন তনু।

এ সময় কক্সবাজার সদর হাসপাতালে নতুন ১৩৯ জন নার্স যোগদানের জন্য অত্যন্ত আন্তরিকভাবে কাজ করার জন্য সিভিল সার্জন ডা: পূঁ চ নু সহ অন্যান্য কর্মকর্তা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নার্সেস এসোসিয়েশন জেলা শাখার সভাপতি দৌলতুন্নেছা ও সাধারণ সম্পাদক ছবি চক্রবর্তী।

সদর হাসপাতালে অভিসিক্ত ১৩৯ জন নার্স রোগিদের শতভাগ সেবা প্রদানে নিজেদের নিয়োজিত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ওরিয়েন্টশন কোর্সে। দিসিএম

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।