নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার সদর হাসপাতালে চিকীৎসকদের নিরপত্তার জন্য “ডক্টরস সেফটি চেম্বার” স্থাপন করেছে কক্সবাজার করোনা সহায়তা তহবিল। আজ বৃহস্পতিবার দুপুরে করোনা সহায়তা তহবিলের পক্ষে কক্সবাজারের পুলিশ সুপার মাসুদ হোসেন ডক্টরস সেফটি চেম্বারটি প্রদান করেন। সময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাসুদ বলেন কক্সবাজারের কিছু উদ্যোমী তরুন করোনার এই দুঃসময়ে যেইভাবে সর্বস্তরের মানুষের পাশে তা ইতিহাস হয়ে থাকবে। কক্সবাজার করোনা সহায়তা তহবিলের এই উদ্যোগ কক্সবাজার সদর হাসপাতালে চিকীৎসকগন বাড়তি অনুপ্রেরনা পাবে ।
সদর হাসপাতালের “ডক্টরস সেফটি চেম্বার” স্থাপনের সময় হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ মহিউদ্দিন তার বক্তব্যে বলেন, “ডক্টরস সেফটি চেম্বার” কক্সবাজার সদর হাসপাতালের চিকীৎসকদের নিরাপত্তা আরো একধাপ বেড়ে গেলো। কক্সবাজার জেলা পুলিশ ও কক্সবাজার করোনা সহায়তা তহবিল শুরু থেকেই চিকীৎসকদের সহতোগিতা করে আসছে। এই দূর্যোগে চিকীৎসকদের পাশে থাকার জন্য জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ডাঃ মোঃ মহিউদ্দিন।
কক্সবাজার করোনা সহায়তা তহবিলের সমন্বয়ক সাংবাদিক ইমরুল কায়েসের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার করোনা সহায়তা তহবিলের প্রধান উদ্যোক্তা ও অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, সদর হাসপাতালের আরএমও ডাঃ শাহিন আব্দুর রহমান, করোনা সহায়তা তহবিলের পক্ষে সাংবাদিক এইচ এম নজরুল, ইয়াসির আরাফাত রিগান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।