৩ অক্টোবর, ২০২৫ | ১৮ আশ্বিন, ১৪৩২ | ১০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

কক্সবাজার-রামুতে বাংলাদেশের সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে


মক্কা প্রবাসীদের সংবর্ধনা সভায় কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, ২০০৮ সালে যারা নির্বাচনে জয়ী হয়েছিলো; তারা কোন বন্যায় রামু-কক্সবাজারের মানুষের খবর রাখেনি। সুখে-দু:খে মানুষের পাশে দাঁড়াইনি। ওই নির্বাচনের পর হাজার হাজার একর সম্পত্তির মালিক হয়েছে কথিত বিএনপি নেতা। আগামী নির্বাচনে মানুষ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখান করবে।
মঙ্গলবার রাত ৯টার দিকে সৌদি আরবের মক্কায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এ কথা বলেন। মক্কা বঙ্গবন্ধু সৈনিকলীগ আয়োজিত সংবর্ধনায় আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল এমপি বলেন- বিগত চার বছরে কক্সবাজার ও রামুতে বাংলাদেশের সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছে। কক্সবাজার বিমানবন্দরে ইতিমধ্যেই আর্ন্তজাতিক বিমানবন্দর হিসেবে বোয়িং বিমান চলাচল শুরু হয়ে গেছে। রেল লাইন সম্প্রসারণের কাজ অতি সম্প্রতি দৃশ্যমান হবে। বিশে^র সর্বাধুনিক দৃস্টিনন্দন মেরিন ড্রাইভ প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়াম হওয়ায় বিদেশীরা কক্সবাজারের প্রতি আগ্রহ প্রকাশ করছে। রামুতে আইসিটি পার্ক হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার জয়যাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান- এমপি কমল।
মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মক্কা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক মাস্টার সেলিম, মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ আহাম্মদ, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, কক্সবাজার সদর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, জেদ্দা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আজিজ, মক্কা সৈনিকলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফ, যুবলীগ নেতা মুজিব উল্লাহ, সাংবাদিক সোহেল, ছৈয়দ নুর, নন্দাখালীর মো. আজিজ, মহেশখালীর মৌলানা নেজাম উদ্দিন, মৌলানা নেজাম, যুবলীগ নেতা মো. হাসান, মনজুর আলম, মো. আকতার ও ইমরান হোসেন রুবেল প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণী-পেশার সৌদি প্রবাসীরা এমপি কমলকে সংবর্ধিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।