৫ অক্টোবর, ২০২৫ | ২০ আশ্বিন, ১৪৩২ | ১২ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

কক্সবাজার মডেল থানা পুলিশের বিরুদ্ধে ‘ইয়াবা ব্যবসায়ি’ জীবন আরার জীবন যুদ্ধ!

কক্সবাজার সদর মডেল থানার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চলছে। একটি মামলার তদন্ত কর্মকর্তাসহ কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী, সদর মডেল থানার এসআই আবদুর রহিম, এসআই মানস বড়ুয়া ও এসআই মো. ফারুকের বিরুদ্ধে গভির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি মহল।

সম্প্রতি একটি মাদক মামলা নিয়ে কক্সবাজার সদর মডেল থানার কর্মকর্তারা বিপাকে পড়েছেন। অভিযোগ উঠেছে উক্ত মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি কুচক্রি মহল বিভিন্ন ভাবে চক্রান্ত করে সদর মডেল থানার অফিসারদের বির্তকিত করছে। পুলিশি সেবাদানে ব্যাঘাত সৃষ্টি করছে। জীবন আরা নামে এক মহিলাকে রিমান্ডে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে কক্সবাজার সদর থানার একজন উপ-পরিদর্শকের বিরুদ্ধে। ওই নারীর শরীরের স্পর্শকাতর স্থানে বৈদ্যুতিক শক দেওয়া ও টাকা দাবির অভিযোগ আনা হয়। কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ উত্থাপন করেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিঙ্ক রোড এলাকার বাসিন্দা আলী আহমদের স্ত্রী জীবন আরা।

এ বিষয়ে ১১ এপ্রিল কক্সবাজার জেলা সিনিয়র স্পেশাল জজ আদালতে সদর থানার ওসিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন জীবন আরা। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, বাদী জীবন আরার করা বিশেষ মামলাটির (বিশেষ ফৌজদারি মামলা নং-১২/২০১৭) প্রাথমিক তদন্ত শেষে কক্সবাজারের সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম তা নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করেছেন। বিচারক একই আদেশে মামলার অভিযোগ তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য দুদককে আদেশ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত ২ মার্চ রাত ২টা ৪০ মিনিটে সদর মডেল থানার অভিযানে ৬ হাজার ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ১. জীবন আরা ২. আলী আহাম্মদ ৩. মুজিবুর রহমান ৪. নিপা ৫. হাসিনা আক্তারকে ইয়াবা ব্যবসার অভিযোগে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০০৪) এর ১৯(১) টেবিল ৯(থ)/২৫ অভিযুক্ত করে আদালতে প্রেরণ করে। আদালত তাদের প্রেরণ করেন জেল হাজতে।

২৩ মার্চ জামিনে বের হয়ে জীবন আরা। জেল ফেরৎ জীবন আরা সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ উত্থাপন করেন ও আদালতে সদর থানার ওসিসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।

অনুসন্ধানে জানা গেছে, জীবন আরা ও তার স্বামী আলী আহম্মদসহ সঙ্গীরা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসায় জড়িত। দেশের বিভিন্ন জেলায় তাদের নামে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। জীবন আরা, স্বামী- আলী আহাম্মদ কোম্পানি, সাং- আরিফ মার্কেট ২য় তলা, লিংক রোড, থানা ও জেলা- কক্সবাজার। কক্সবাজার সদর থানার জিআর নং-৫/২৩৩, তারিখ-০২ মার্চ ২০১৭. ধারা- ১৯(১) টেবিল ৯(খ)/২৫ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০০৪) এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।

জীবন আরার স্বামী আলী আহাম্মদ কোম্পানি, পিতা: আবুল কাশেম, সাং- আরিফ মার্কেট ২য় তলা, লিংক রোড, থানা ও জেলা- কক্সবাজার। ১. কক্সবাজার সদর থানার জিআর নং-৫/২৩৩, তারিখ-০২ মার্চ ২০১৭. ধারা- ১৯(১) টেবিল ৯(খ)/২৫ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০০৪) এই মামলায় সে এজাহারে অভিযুক্ত। ২. চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানা মামলা নং-২৬ তারিখ- ৩০/১১/১৫ ধারা -৪১৩/৩৪ দঃবিঃ এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।

জীবন আরার বোন হাসিনা বেগম, স্বামী- সোনা মিয়া, প্রকাশ- শাহা আলম, সাং- দক্ষিন লম্বা বিল (নুরুল কবির বাবুলের বাড়ী), উপজেলা/থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। ১.কুমিল্লা দাউদকান্দি থনার এফআইআর নং-২৫/১৩৪. তারিখ- ২৫ মার্চ ২০১৭. ধারা- ১৯(১) টেবিল ৯(খ)/২৫/৩৩ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০০৪) এই মামলায় সে এজাহারে অভিযুক্ত। ২.চট্টগ্রামের রাউজান থানার এফআইআর নং- ২, তারিখ-০২ জুন ২০১৫. ধারা- ৭/৩০ ২০০০ সালের নারী ও শিশু নির্যতন আইন সংশোধনী ২০০৩ এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।

জীবন আরার দেবর জাহাঙ্গীর , পিতা : আবুল কাশেম, সাং- মুক্তারকুল, ঝিলংজা, সদর, কক্সবাজার। ১.কক্সবাজার সদর থানার এফআইআর নং-৭৪, তারিখ-২৭ মার্চ ২০১৬. জিআর-২৪৫/১৬ (সদর) তারিখ-২৭ মার্চ ২০১৬. ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০. এই মামলায় সে এজাহারে অভিযুক্ত। ২.কক্সবাজার সদর থানার এফআইআর নং-১৯, তারিখ-১৬ জুন ২০১৬. জিআর-১৬৬/০৬ (সদর) তারিখ-১৬ জুন ২০১৬. ধারা- ১৪৩/৪৪৭/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ পেনাল কোড ১৮৬০. এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।

জীবন আরার বোনের স্বামী মোঃ শাহ আলম, প্রকাশ-সোনা মিয়া, পিতা- মৃত বদিউজামান, সাং- লম্বা বিল ( ৩নং ওয়ার্ড হয়াইক্যং), উপজেলা/থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার। কুমিল্লা দাউদকান্দি থনার এফআইআর নং-২৫/১৩৪. তারিখ- ২৫ মার্চ ২০১৭. ধারা- ১৯(১) টেবিল ৯(খ)/২৫/৩৩ ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০০৪) এই মামলায় সে এজাহারে অভিযুক্ত।

১৫ মার্চ জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাহীন আবদুর রহমান চৌধুরী স্বাক্ষরিত প্রতিবেদনে বলা হয়েছে, ভিকটিম জীবন আরাকে মহিলা ডাক্তার কর্তৃক শারীরিক নির্যাতন বাহ্যিক গুরুতর আঘাত, অমানুষিক নির্যাতন বা বৈদ্যুতিক শক এর কোন চিহ্ন পরিলক্ষিত হয় নাই। শুধু মাত্র তাহার কোমরের নিচে একটা পুরাতন কালচে দাগ আছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা আসলাম হোসেন বলেন, জীবন আরা নামের উক্ত মহিলা ও তার স্বামী চিহ্নিত অবৈধ মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বেশ কটি মাদক মামলা রয়েছে। তারা মামলার তদন্ত বিঘ্নিত করতে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।