১২ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ | ১৯ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

কক্সবাজার বিমান বন্দর ম্যানেজার হাসান জহির স্ট্যান্ডরিলিজ

download2
কক্সবাজার বিমান বন্দর ব্যবস্থাপক (ম্যানেজার ) হাসান জহিরকে অবশেষে ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরস্থ অভ্যন্তরিন ( ডুমেণ্টিক এয়ারপোর্ট) বিমানবন্দরে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে। ১০ মে রবিবার দুপুরে সিভিলএভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল্লাহ বদলির এ আদেশ দেন বলে জানাগেছে।
কক্সবাজার বিমান বন্দরে নতুন ম্যানেজার হিসেবে যোগদান করছেন ঢাকা শাহজালাল বিমানবন্দরস্থ অভ্যন্তরিন ( ডুমেণ্টিক এয়ারপোর্ট) বিমানবন্দরে ব্যবস্থাপক সাধন কুমার মোহন্ত। ইতোপূর্বে তিনি যশোর বিমানবন্দরে থাকাকালিন সময় তার বিরুদ্ধে মাদক চোরাচালানীদের সাথে আতাঁত ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে এই সাধন কুমার মোহন্তকে গত ৬ মাসপূর্বে ঢাকায় বদলী করা হয়। যোগদানের ৬ মাসের মাথায় তিনি কক্সবাজার বিমান বন্দরে বদলি হয়ে আসছেন।
গত ৬ এপ্রিল বসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সামনে সাংবাদিকদের নাজেহাল করেন কক্সবাজার বিমানবন্দর ব্যবস্থাপক হাসান জহির। এর জের ধরে পূর্ব নির্ধারিত বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটে নতুন ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। ও
ওইদিন বিমানবন্দরে ইয়াবার চালান সংক্রান্ত একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলা শুরু করেন। এসময় বিমানবন্দর ব্যবস্থাপক হাসান জহির এসে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরকে ধাক্কা দেন। এঘটনার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। উপস্থিত প্রশাসন পরিস্থিত নিয়ন্ত্রণ করলেও মন্ত্রীর অনুষ্ঠান ওখানে শেষ হয়ে যায়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিমানবন্দর ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ তার অপসারণ দাবি জানিয়ে আসছিল কক্সবাজারের কমর্রত সাংবাদিকরা।
কক্সবাজার বিমান বন্দর ব্যবস্থাপক হাসান জহির তাকে স্ট্যান্ড রিলিজ নয়, বদলি করার বিষয়টি নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।