কক্সবাজার জেলা সদর হাসপাতালে বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন পালন
২০১৭, মার্চ ১৮ ০১:১২ পূর্বাহ্ণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু সভায় বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আখতারুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আর.এম.ও) ডাঃ মোঃ শাহীন আবদুর রহমান চোধুরী, আর এস ডাঃ টুটুল তালুকদার, ডাঃ কানন সেন, নার্সিং সুপারভাইজার অঞ্জলী রায়, হিসাব রক্ষক প্রবীর পাল প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের এক বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু দিয়েছিলেন স্বাধীনতার দিক নির্দেশনামূলক এক ঐতিহাসিক ভাষণ আর ২৬ মার্চের প্রথম প্রহরে দিয়েছিলেন স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা। যার ফলশ্রুতিতে বাংলাদেশ হয়েছে স্বাধীন আর বাঙালী পরিচিতি পেয়েছে একটি স্বাধীন জাতি হিসেবে। এ ইতিহাস আজকের প্রজন্মকে জানানো আমাদের সকলের দায়িত্ব।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।