২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯ আশ্বিন, ১৪৩২ | ১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

কক্সবাজার জেলা যুব ইউনিয়নের সম্মেলন সম্পন্ন

দেশের নানা সংকটময় মুহূর্তে যুবশক্তিই জাতির কাছে শেষ ভরসা মন্তব্য করে বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ বলেন, যুগে-যুগে বা কালে-কালে যুবসমাজ জাতিকে পথ দেখিয়েছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা-মুক্তিযুদ্ধ, স্বৈারাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ ২০১৩ সালে গড়ে উঠা গণজাগরণ মঞ্চের আন্দোলন জাতির কাছে যুব সমাজের মাইলফলক। তাই দেশ ও জাতির এ ক্রান্তিকালে যুবসমাজকে জাগতে হবে। সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে দেশে ঘুষের মহোৎসব চলছে। ফলে ঘুষের মাধ্যমে যারা নিয়োগ পাচ্ছেন তারাই পরবর্তীতে ঘুষ গ্রহীতা হিসেবে আবির্ভূত হচ্ছেন। ফলে সরকারি প্রতিষ্ঠান সমূহে ঘুষের ধারা অব্যাহত রয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে হৈমন্তিকা কার্যালয়ে ‘যৌবণের অঙ্গিকার মানুষ ও প্রকৃতি রক্ষার’ স্লোগানে কক্সবাজার জেলা যুব ইউনিয়নের তৃতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশে নিয়োগের ক্ষেত্রে ঘুষ বাণিজ্য চলছে জানিয়ে যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ বলেন, পুলিশের সদস্য পদে নিয়োগের ক্ষেত্রেও ঘুষ বাণিজ্য চলছে। ক্ষেত্র বিশেষে ৬ থেকে ১২ লাখ টাকা ঘুষ নেওয়া হচ্ছে। উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ক্ষমতাসীন দল ও জোটের প্রথম-মধ্যমস্তরের নেতা-কর্মীরাও এতে জড়িয়ে পড়েছেন। এ পরিস্থিতি জাতির জন্য হতাশাজনক। যুব ইউনিয়ন নেতা-কর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে ঘুষ বাণিজ্য প্রতিহত করতে হবে।
যুব ইউনিয়ন ঘোষিত ‘ঘুষ ছাড়া চাকরি চাই’ আন্দোলনকে শহর, গ্রাম-গঞ্জে ছড়িয়ে দিতে উদাত্ত আহবান জানিয়ে যুব ইউনিয়নের কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য শেখ আবদুল মান্নান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এ দাবিতে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ যুবশক্তিই পারে ঘুষ বাণিজ্য প্রতিহত করতে। এতে যুব আন্দোলন সংগঠিত হওয়ার পাশাপাশি যুব ইউনিয়নও যুবসমাজের প্রাণের সংগঠনে পরিণত হবে।
মোসাদ্দিক হোসেন আবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুব ইউনিয়নের কেন্দ্রিয় প্রেসিডিয়াম সদস্য শেখ আবদুল মান্নান । বক্তব্য রাখেন কমরেড অনিল দত্ত, অভিজিৎ পাল কাজল, যুব নেতা করিম উল্লাহ কলিম ও মংথেহ্লা রাখাইন।
উপস্থিত ছিলেন যুব নেতা সুজন দাশ, ফাতেমা আক্তার শাহী, হাসেম কায়সার, জসিম আজাদ, কালাম আজাদ, আমিরুল ইসলাম মোহাম্মদ রাশেদ, আনোয়ার হাসান, ওমর ফারুক জয়, লিটন দেব নাথ সৈকত, উজ্জ্বল দাশ, ওবায়েদ প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।