২৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১১ আশ্বিন, ১৪৩২ | ৩ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

কক্সবাজার জেলা পরিষদে সদস্যদের গোপন ভোটে প্যানেল চেয়ারম্যান লিটু, সোহেল জাহান ও আসমা

 

কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অবশেষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে জেলা পরিষদ মিলনায়তনে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মাধ্যমে সম্পন্ন হয়েছে। অনুষ্টিত নির্বাচনে সদস্যদের সরাসরি ভোটে ১নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের সাত নম্বর ওয়ার্ডের সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। তিনি এক নম্বর প্যানেলে পেয়েছেন ৯ ভোট। অপরদিকে ১৩ ভোট পেয়ে দুই নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের ৯নম্বর ওয়ার্ডের সদস্য ও কক্সবাজার সদর উপজেলার ঈদঁগাও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোহেল জাহান চৌধুরী। তিনি ২নম্বর প্যানেলে পেয়েছেন ৭ ভোট। ৩ নম্বর প্যানেলে ৮ ভোট পেয়ে জেলা পরিষদের ৩নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংরক্ষিত আসন ২ নম্বর ওয়ার্ডের (চকরিয়া আংশিক ও পেকুয়া উপজেলা) নারী সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় মহিলা পাটির সাধারণ সম্পাদিকা আসমাউল হুসনা।
অনুষ্ঠিত নির্বাচনে জেলা পরিষদের সংরক্ষিত আসনের ৫জন ও ১৫টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ১৩জনসহ সবর্মোট ১৮জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উচ্চ আদালতে রিট মামলার কারনে দুটি সাধারণ ওয়ার্ডে ভোট গ্রহন স্থগিত রয়েছে। ফলে অনুষ্ঠিত প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ভোট দেন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ১৮জন সদস্য। ভোট গ্রহনের পর গণনা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষনা এবং ফলাফল গেজেটে স্বাক্ষর করেন।
জানতে চাইলে কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত ১ নম্বর প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু বলেন, ছাত্র জীবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে রাজনীতির মাঠে আছি। আওয়ামীলীগের রাজনীতির সাথে মাঠে ময়দানে অগ্রভাগে থেকে জনগনের কল্যাণে কাজ করে আসছি। তার প্রতিদান হিসেবে আমার নির্বাচনী এলাকার সম্মানিত ভোটাররা (জনপ্রতিনিধি) আমাকে মুল্যায়ন করে জেলা পরিষদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। তার জন্য আমি কৃতজ্ঞ। তিনি বলেন, আমাকে বিপুল ভোটে জেলা পরিষদের ১নম্বর প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করায় জেলা পরিষদের সম্মানিত সকল সদস্যকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুজিব রনাঙ্গনের সাহসী যোদ্ধা খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরীর দিকনির্দেশনায় এবং সম্মানিক সকল সদস্যদের সার্বিক সহযোগিতায় এবং জেলা পরিষদকে সত্যিকার অর্থৈ একটি উন্নয়নমুখী এবং সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে কাজ করবো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।