১০ জুলাই, ২০২৫ | ২৬ আষাঢ়, ১৪৩২ | ১৪ মহর্‌রম, ১৪৪৭


শিরোনাম
  ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন   ●  উৎসবমুখর পরিবেশে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র নির্বাচন সম্পন্ন   ●  যুক্তরাষ্ট্রের জুরি বোর্ডের সদস্য হলেন চৌধুরী কন্যা স্বর্ণা   ●  ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা   ●  শিক্ষার ফেরিওয়ালা মরহুম জালাল আহমদ চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী আজ   ●  বিয়ের তিন মাসেই সড়কে প্রাণ গেল হলদিয়ার জুনাইদের   ●  চুনোপুঁটি ধরলেও অধরা রাঘববোয়ালরা   ●  তরুণ সমাজসেবক ও রাজনীতিবিদ সোহরাব হোসেন ডলার: এক প্রতিশ্রুতিশীল পথচলা

কক্সবাজার জেলা ছাত্রলীগ নেতা আনোয়ার হোসাইনের ঈদ শুভেচ্ছা

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আনোয়ার হোসাইনের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানানো হয়েছে। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র আনোয়ার হোসাইন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদের অন্যতম দাবিদার বলে জানা যায় ।

কক্সবাজার জেলা ছাত্রলীগের ব্যানারে তার পক্ষে ঈদ শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বাণী প্রচার করেন কক্সবাজার জেলা ছাত্রলীগ পরিবার।উল্লেখ্য আনোয়ার হোসাইন কক্সবাজার এর ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান, তার বড়ভাই উপজেলা যুবলীগ নেতা ও মেজোভাই আলী আহমদ কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

এক বার্তায় ছাত্রলীগ নেতা আনোয়ার হোসাইন বলেন, প্রতি বছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় ঈদ। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। এই শান্তি সম্প্রীতি আগামী দিনেও দেশে বজায় থাকুক এই কামনা করি। ঈদুল আযহার শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় সকলকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শুভেচ্ছান্তে,
আনোয়ার হোসাইন,
সাধারন সম্পাদক পদপ্রার্থী,
কক্সবাজার জেলা ছাত্রলীগ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।