৫ মে, ২০২৫ | ২২ বৈশাখ, ১৪৩২ | ৬ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

কউকের দিনব্যাপী ওয়ার্কশপ এবং সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তিঃ ০২ নভেম্বর, ২০১৭ ইং সকাল ১১.৩০ ঘটিকায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিবন্ধিত প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদদের দিনব্যাপী ওয়ার্কশপ ও সনদ বিতরণ অনুষ্ঠান কউক সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসি।

ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুযায়ী ইমারতের নকশা প্রণয়ন। নিবন্ধিত প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদদের সঠিক ও যথাযথভাবে নকশা প্রণয়নে উদ্বুদ্ধ করতেই কউক কর্তৃপক্ষের এমন আয়োজন।

কর্তৃপক্ষের চেয়ারম্যান তাঁর বক্তৃতায় বলেন, বিধিমালা অনুযায়ী যথাযথভাবে ইমারত নির্মাণ করে আমরা একটি নিশ্চিত ঝুঁকিমুক্ত, নিরাপদ ও পরিকল্পিত পর্যটন শহর গড়ে তুলতে পারি। এ জন্য ভুমি মালিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদদের যথাযথভাবে নকশা প্রণয়ন করা খুবই জরুরী। তাই ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুযায়ী নকশা প্রণয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। উক্ত অনুষ্ঠানে কউকের নিবন্ধিত ৪৯ জন প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

তিনি আরো বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ একটি দুর্নীতিমুক্ত সহজ সেবামূলক প্রতিষ্ঠান। ইমারতের নকশা অনুমোদনের লক্ষ্যে ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ অনুসারে নকশাসহ আনুসাঙ্গিক কাগজপত্রাদি জমা দিলে নির্ধারিত সময়ের মধ্যে আমরা সহজ সেবা দিতে বদ্ধ পরিকর এবং বিগত ২৩ জানুয়ারী, ২০১৭ ইং থেকে সেটা করে আসছি। এ ব্যাপারে কারো কোন অভিযোগ থাকলে তা সরাসরি কিংবা ওয়েবসাইটের মাধ্যমে কউককে জানানো জন্যও তিনি আহ্বান জানান।

ডায়মন্ড সিমেন্টের সার্বিক সহযোগিতা অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্ণেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম এবং ডায়মন্ড সিমেন্টের ডিজিএম আবদুর রহিম। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য যথাক্রমে ইঞ্জিনিয়ার বদিউল আলম, ডা: সাইফুদ্দিন ফরাজি, আবু মোর্শেদ চৌধুরী এবং এডভোকেট প্রতিভা দাশ।

উক্ত সভায় টেকনক্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী ও অথরাইজ্্ড অফিসার ফজলুল করিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।