
রামু ইসলামী সম্মেলন পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও রামু খিজারী হাইস্কুল স্টেডিয়ামে দু’দিন ব্যাপী ৩১তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আগামী ৭ ও ৮ এপ্রিল প্রতিদিন বিকেল ৩ ঘটিকা হইতে অনুষ্ঠিত হবে। এতে জামিয়া আহলিয়া মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রামের সম্মানিত মুহতামিম আল্লামা শাহ আহমদ শফি সাহেব প্রধান মেহমান হিসাবে তশরীফ আনবেন। আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী, মুহতামিম আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম বিশেষ মেহমান হিসাবে তশরীফ আনবেন। উক্ত ইসলামী মহাসম্মেলনে বরেণ্য ওলামা-মশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণের মধ্যে তাকরীর করবেন আল্লামা মুফতি হাফেজ আজিজুল হক আল মাদানী, প্রতিষ্ঠাতা পরিচালক দারুল হেদায়াহ মাদ্রাসা চট্টগ্রাম, আল্লামা মুফতি আলী হায়দার গাজীপুরী, খতিব, জাতীয় বিশ্ব বিদ্যালয়, বায়তুন নূর জামে মসজিদ, গাজীপুর, ঢাকা, স্বাগত বক্তব্য রাখবেন, আন্তর্জাতিক ইসলামী মুবাল্লিগ, আল্লামা মুফতি মোর্শেদুল আলম চৌধুরী, সভাপতি রামু ইসলামী সম্মেলন পরিষদ ও মুহতামিম এমদাদিয়া কাছেমুল উলুম রামু। আলোচকবৃন্দ আল্লামা মুফতি মুহিবুল্লাহ হিল-বাকী, সিনিয়র প্রেস ইমাম, বায়তুল মোকারম জাতীয় মসজিদ ঢাকা, আল্লাম ড. আ.ফ.ম খালিদ হোসেন অধ্যাপক, ওমরগণী এম ই এস বিশ্ব বিদ্যালয় কলেজ, চট্টগ্রাম, আল্লামা মুজিবুর রহমান যুক্তিবাদী, মুহাদ্দিস জামেয়া-ইসলামিয়া উত্তর বেগুনবাড়ী, তেজগাঁও, ঢাকা, আল্লামা গাজী ইয়াকুব ওসমানী, খতীব, কেন্দ্রীয় জামে মসজিদ ঢেমরা, ঢাকা, আল্লামা ছৈয়দুল আলম আরমানী, মুহাদ্দিস, রাজঘাটা মাদ্রাসা লোহাগাড়া, চট্টগ্রাম, আল্লামা আজিজুল হক ইসলামাবাদী, মহাসচিব, খতীবে আযম ফাউন্ডেশন চট্টগ্রাম, আল্লামা মুফতি হুমায়ুন কবির খালভী, প্রভাষক আরবী বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আল্লামা হাফেজ শামসুল হক, খতীব, রামু কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা ইমাম জাফর আলম, খতীব, গোরকঘাটা জামে মসজিদ, মহেশখালী। ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে রামু ইসলামী সম্মেলন পরিষদের এক প্রস্তুতি সভা ৫ এপ্রিল (বুধবার) বাদে জুহুর রামু কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। ইসলামী সম্মেলন পরিষদ রামুর নব-নির্বাচিত সভাপতি মাওলানা মুফতি মোর্শেদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, রামু কেন্দ্রীয় জামে মসজিদের খতীব, ইসলামী সম্মেলন পরিষদ রামু সাধারণ সম্পাদক, মাওলানা শামসুল হক, চাকমারকুল মাদ্রাসার সিনিয়র শিক্ষক, মাওলানা ফিরোজ আহমদ ও মাওলানা মুফতি কামাল হোছাইন, জোয়ারিয়ানালা মাদ্রাসার সিনিয়র শিক্ষক, মাওলানা শামসুল হক, মশরাফিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার মুহতামিম, হাফেজ ছালামত উল্লাহ। ইসলামী সম্মেলন পরিষদের সহ-সভাপতি আ.হ.ম নুরুল কবির হেলালী, রামু ইসলামী সম্মেলনের সাংগঠনিক সম্পাদক এস. মোহাম্মদ হোসেন, অর্থ-সম্পাদক আবুল কাশেম এ.কে খাঁন, মাওলানা হাফেজ ছৈয়দ নূর, মুহাম্মদ শাহ জাহানসহ ওলামায়েকেরাম, স্থানীয় দায়িত্বশীল ও ব্যবসায়ী প্রতিনিধি বিভিন্ন মাদ্রাসার পরিচালক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় দু’দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সফল ও স্বার্থক করার লক্ষ্যে সকলের সহযোগিতা ও দু’আ কামনা করা হয়। দেশ ও জাতির কল্যাণে শান্তি-সমৃদ্ধি কামনায় দু’আ ও মুনাজাত করেন ইসলামী সম্মেলন পরিষদের সভাপতি আল্লামা মুফতি মোর্শেদুল আলম চৌধুরী।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।