২৪ সেপ্টেম্বর, ২০২৫ | ৯ আশ্বিন, ১৪৩২ | ১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

এমপি বদি ও ছাত্রলীগ সভাপতি জয়ের ভুল বুঝাবুঝির অবসান

 

উখিয়া-টেকনাফের আওয়ামীলীগের সংসদ সদস্য আবদুর রহমান বদি ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্মদ জয়ের ভেতর বিরাজমান ভুল বুঝাবুঝি অবশেষে অবসান হয়েছে। সোমবার রাত ৯টায় জেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারন সম্পাদ মুজিবুর রহমান চেয়ারম্যান ও সংসদ আশেকউল্লাহ রফিক মধ্যস্থতায় ভুল বুঝাবুঝির অবসান হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি ইসতিয়াক আহম্মদ জয়ের সাথে এমপি বদির দীর্ঘদিন ধরে মনো মালিন্য ও ভুল বাঝাবুঝি চলে আসছিলো। এমপি বদিকে নিয়ে ছাত্রলীগ সভাপতির জয়ের ফেইসবুকে কিছু স্ট্যাটাস নিয়ে বিভিন্ন গনমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছিলো। তবে এই ঘটনা নিয়ে এমপি বদি বার বার নিজেকে নির্দোষ দাবি করে আসছিলো।
জেলা আওয়ামীলীগের কার্য্যালয়ে জেলার শীর্ষ নেতাদের উপস্থিতে এমপি বদি ও ছাত্রলীগ সভাপতি জয়ের মধ্যে ভুল বুঝাবুঝির অবসান ঘটে। এই সময় এমপি বদি ও ছাত্রলীগ সভাপতি জয় একে অপরকে জড়িয়ে ধরেন। তারা দুজনই জেলা এক সাথে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মাহাবুবুল হক মুকুল, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আলম, মহেশখালীর পৌর মেয়র মকসুদ মিয়া, জেলা আওয়ামীলীগ নেতা আবু তাহের আজাদ, পৌর আওয়ামীলীগ নেতা এবি সিদ্দিকি খোকন, ইমরুল কায়েস, ছাত্রলীগ নেতা ইব্রাহিম আজাদ বাবু, মারুফ হোসেন, মইন উদ্দিন প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।