
বিশেষ প্রতিবেদকঃ এবার কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমান চাকু উদ্ধার করলো পুলিশ। শুক্রবার বিকালে টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ টেকনাফের সদরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এই সব চাইনিজ চাকু উদ্ধার করেন এবং স্থানীয় দোকানে এসব বিক্রি না করতে প্রাথমিক ভাবে সতর্ক করেন ওসি।
সম্প্রতি সময়ে টেকনাফের উঠতি বয়সের যুবক এই সব চাকু ক্রয় করে নানা অপরাধে জড়িয়ে পড়ার তথ্য আসে পুলিশ কাছে। এর সূত্র ধরে টেকনাফ থানা পুলিশ অভিযানে নামে।
টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ অভিযানের সত্যাতা স্বীকার করে বলেন, টেকনাফ সদরে দোকানে অভিযান চালিয়ে ৫০০ পিস মতো চাকু জব্দ করা হয়। একই সাথে এই সব চাকু বিক্রি না করতে দোকানে সতর্ক করা হয়।
তিনি পুরো পৌর সভা ও উপজেলার দোকানে চাকু উদ্ধারে অভিযান চলবে বলে জানান।

প্রসঙ্গতঃ শুক্রবার ভোরে টেকনাফের হ্নীলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় বন্দুক, সাত রাউন্ড কার্তুজ ও ১২ রাউন্ড খালি খোসা, দু’টি কিরিচের পাশাপাশি দু’টি চাকু উদ্ধার করা হয়।
নিহতরা হলেন হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার (মণ্ডলপাড়া) মৃত মাহমুদুর রহমান প্রকাশের (বাইট্টা মাদু) ছেলে হাত কাটা আব্দুর রহমান (২৮) ও তার ভাই আব্দুস সালাম (২৬)।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।