৫ নভেম্বর, ২০২৫ | ২০ কার্তিক, ১৪৩২ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  চিকিৎসা বিজ্ঞানে উখিয়ার সন্তান ডাঃ আব্দুচ ছালামের উচ্চতর ডিগ্রী অর্জন   ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

এতিম শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করলেন সিভিল সার্জন

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল)-২০২০ এর সমাপনী উপলক্ষে সভা ও র‌্যালির পরিবর্তে আজ ২৯ এপ্রিল বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে নগরীর হযরত আমানত শাহ (রঃ)-এর মাজার সংলগ্ন গাউছিয়া তৈয়্যবীয়া হেফজখানা ও এতিমখানার শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে। জেলা সিভিল সার্জন ও পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. সেখ ফজলে রাব্বি খাবার সামগ্রী বিতরণ করেন। পুষ্টিকর খাবারের মধ্যে ছিল-ছোলা, খেজুর, সেমাই, চিনি, চিড়া, মুড়ি, সোয়াবিন তেল, পিঁয়াজ, আলু, জুস, মাস্ক ও লাইফবয় সাবান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও কোভিড-১৯ এর ফোকাল পারসন ডা. মোঃ নুরুল হায়দার, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক সুজন বড়ুয়া, গাউছিয়া তৈয়বিয়া এতিমখানার তত্ত্বাবধায়ক মোঃ হেলাল উদ্দিন, সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মোঃ সাহিদুল ইসলাম, জেলা স্টোর ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তাপস রায় চৌধুরী, ক্যাশিয়ার নুরুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন কুমার মজুমদার, বিভাগীয় সরকারী গাড়ী চালক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ খোরশেদ আলম, সদস্য শাহীনুর ইসলাম প্রমূখ। ২৩-২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন, পুষ্টি উন্নয়নের বুনিয়াদ”।
পুষ্টিকর খাবার বিতরণ বিতরণ অনুষ্টানে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে হলে পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সাবান ও পানি দিয়ে ঘনঘন পুরো হাত ধোয়ার পাশাপাশি অ্যালকোহলমুক্ত স্যানিটাইজার দিয়ে তালুসহ হাত পরিস্কার রাখতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় হাতের কনুইয়ের ভাঁজে বা টিস্যু দিয়ে নাক ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যুটি দ্রুত বন্ধ বিনে ফেলতে হবে। করোনা ভাইরাস নিয়ে গুজব সৃষ্টিকারীদের ধরিয়ে দেয়ার আহবান জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।