৩ অক্টোবর, ২০২৫ | ১৮ আশ্বিন, ১৪৩২ | ১০ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন

উৎসবমুখর পরিবেশে পদুয়া বাজার হকার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন


লোহাগাড়া উপজেলার প্রসিদ্ধ বাজার হিসেবে পদুয়া বাজার বেশ পরিচিত লাভ করেছে। পদুয়া বাজার হকার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-১৭ ১৫মে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।ভোট কেন্দ্র ছিল পদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়।ভোটার সংখ্যা ছিল ৩৮১। ভোট গ্রহন হয়েছে ৩৫৪। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পদুয়া ইউপির জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন।প্রিজাইডিং অফিসার ছিলেন পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার এসকে সামশুল আলম।এছাড়াও দায়িত্ব পালন করেছেন পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোস্তফিজুর রহমান,মাওলানা গোলাম রসুল,পদুয়া ইউপির সচিব আনোয়ার হোসেন,তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা গিয়াস উদ্দিন,গ্রাম আদালত সহকারী জানে আলম জয়। উক্ত নির্বাচনে সভাপতি, সম্পাদকসহ ৯ পদে ২১জন প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।নির্বাচনের সময় নিরাপত্তা জোরদারের জন্য লোহাগাড়া থানা পুলিশের ১৫ সদস্যের একটি টীম কাজ করেছেন।বিকেল ৫টায় উক্ত নির্বাচনের ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার তথা পদুয়া ইউপির জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ জহির উদ্দিন।নির্বাচনে যারা সভাপতি পদে বিজয়ী লাভ করেছেন শওকত আলী শেখু(চেয়ার প্রতীক) তার প্রাপ্ত ভোট ১৯৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল ইসলাম সিকদার(আনারস প্রতীক) পেয়েছেন ১৫০ ভোট।সহ সভাপতি পদে বিজয়ী লাভ করেছেন ফরিদ উদ্দিন সওদাগর(বাঘ প্রতীক) তার প্রাপ্ত ভোট ২৬৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল হাসেম(চশমা) পেয়েছেন ৭৭ ভোট।সাধারণ সম্পাদক পদে বিজয়ী লাভ করেছেন মোহাম্মদ আলমগীর(দোয়াত কলম) তার প্রাপ্ত ভোট ১৪৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক বাদশা(সিএনজি) পেয়েছেন ৬৪ ভোট।সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ জামাল উদ্দীন(আম) বিজয়ী লাভ করেছেন তার প্রাপ্ত ভোট ১৮৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাইফুল ইসলাম(তালাচাবি) পেয়েছেন ১৪৫ ভোট।প্রচার সম্পাদক পদে মহি উদ্দিন (মরিচ) বিজয়ী লাভ করেছেন। তার প্রাপ্ত ভোট ২৪৩। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাছির উদ্দিন(দেওয়াল ঘড়ি) পেয়েছেন ৯০ ভোট।অর্থ সম্পাদক পদে বিজয়ী লাভ করেছেন মোহাম্মদ জমির উদ্দিন(হারিকেন) তার প্রাপ্ত ভোট ১৭২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আহমদ (রিকশা) প্রতীক পেয়েছেন ১৬৭ ভোট।সদস্য পদে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন কাজ্বী মোহাম্মদ শের আলী(তরমুজ) তার প্রাপ্ত ভোট ১৮২, নাজিম উদ্দিন টিপু(মোবাইল) তার প্রাপ্ত ভোট ১৬৮ ও আবু তাহের (চিংড়ী) তার প্রাপ্ত ভোট ১৬২। ৩ জন যথাক্রমে সাবেক সফল সভাপতি নুরুল ইসলাম সিকদার(আনারস), মোহাম্মদ শওকত আলী শেখু(চেয়ার), মোহাম্মদ মোছলেম উদ্দীন(ছাতা), সহ-সভাপতি পদে ৪ জন। তারা হলেন আবুল হাসেম(চশমা) সমশুল ইসলাম, মোহাম্মদ ফরিদ(বাঘ), সাধারণ সম্পাদক পদে ৫ জন। তারা হলেন একরামুল হক বাদশা(,সিএনজি) আলমগীর(দোয়াত কলম), শব্বির আহমদ(তাল গাছ), মোহাম্মদ হারুনুর রশিদ(হরিণ) ও তারেকুল ইসলাম(কাতাল মাছ), সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন হলেন, মোহাম্মদ সাইফুল ইসলাম(তালা চাবি), আনোয়ার হোসেন( ও জামাল উদ্দীন(আম), অর্থ সম্পাদক পদে ২ জন শেখ আহমদ( অটো রিক্সা) ও জমির উদ্দীন(হারিকেন) প্রচার সম্পাদক পদে ২ জন। তারা হলেন, মোহাম্মদ মহি উদ্দীন(মরিচ) ও মোহাম্মদ নাছির(দেওয়াল ঘড়ি)। সদস্য পদে ৫ জন তারা মোক্তার আহমদ(মিটার স্কেল), মোহাম্মদ নাজিম উদ্দীন টিপু(মোবাইল), আবু বক্কর(মোরগ), আবু তাহের(চিংড়ী)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।