১৬ ডিসেম্বর, ২০২৫ | ১ পৌষ, ১৪৩২ | ২৪ জমাদিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান   ●  মরিচ্যা চেকপোস্টে ৪০ হাজার ইয়াবাসহ ভুয়া নৌবাহিনী সদস্য আটক   ●  উখিয়ায় বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবুল কাশেমের ইন্তেকাল   ●  উখিয়ায় নিখোঁজের ৪দিনেও সন্ধান মেলেনি শিশু নুরশেদের   ●  উখিয়ায় প্রায় ৫ কোটি টাকার ইয়াবাসহ বাহক আটক, অধরা মাদক সম্রাট ছোটন ও মামুন

দু’দুবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়

উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রামু প্রেস ক্লাব

সাহেদ কায়সার, (রামু): কক্সবাজার জেলার শিক্ষাখাতে দু’দুবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় রামু প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার প্রেস ক্লাব নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমকে এই ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানী, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন হেলালী, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মো. হোসেন, কবি ও প্রাবন্ধিক এম সোলতান আহমদ মুনিরী, রামু প্রেস ক্লাব কর্মকর্তা গণমাধ্যমকর্মী খালেদ হোসেন টাপু, আব্দুল্লাহ আল মামুন, সোয়েব সাঈদ, গণমাধ্যমকর্মী ওবাইদুল হক নোমান, আল মাহমুদ ভুট্টো, সাহেদ কায়সার, মাওলানা আবুল মঞ্জুর, আবু বক্কর ছিদ্দিক, আবুল কাশেম, আবুল কাশেম সিকদার, আহমদ সৈয়দ ফরমান, নাছির উদ্দীন, প্রমুখ।
সংবর্ধনার জবাবে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, রামুর সামগ্রিক উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ‘সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির বিবেক। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ঘুণেধরা সমাজ ও অবহেলিত জনপদের পরিবর্তন সম্ভব।’ তিনি আরো বলেন, আমি একজন রামুবাসীর প্রকৃত সেবক হয়ে দিনরাত পরিশ্রম করে রামুর সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। যার কারণে শিক্ষাখাতে সর্বোচ্চ অবদানের জন্য জেলার দু’দুবার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। এসম্মান আমার একার নয়, রামুবাসীর। রামু প্রেস ক্লাব নেতৃবৃন্দ আমাকে সংবর্ধিত করে ভালবাসার ঋণে আবদ্ধ করে ফেলেছে। এসম্মান আজীবন আমার মনে থাকবে। রামু সাংবাদিকরা আমার অত্যন্ত আপনজন। অতীতেও সবসময় রামুর সকল সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে ছিলাম। আগামীতেও থাকব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।