২৯ এপ্রিল, ২০২৫ | ১৬ বৈশাখ, ১৪৩২ | ৩০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

উখিয়ায় সাংবাদিকের উপর হামলা : ক্যামরা, মোবাইল ও টাকা ছিনতাই

shomoy
উখিয়ার খরস্রোতা রেজুখাল থেকে লুটপাটের মাধ্যমে বালি উত্তোলনের ছবি ধারণ করতে গিয়ে হামলা শিকার হয়েছে আজকের কক্সবাজার পত্রিকার উখিয়া প্রতিনিধি মোঃ শফিউল¬াহ শাহীন। এসময় দৃর্বুত্তরা তার ক্যামরা, মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে আটকিয়ে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল মনির মার্কেট থেকে অপহৃত সাংবাদিককে উদ্ধার করে। এব্যাপারে ক্ষতিগ্রস্থ সাংবাদিক উখিয়া থানায় একটি অভিযোগ করেছে।
জানা গেছে, নির্বিচারে অবৈধ ভাবে লুটপাটের মাধ্যমে বালি উত্তোলনের ফলে রেজুখালের প্রচন্ড ভাঙ্গন থেকে মনির মার্কেটসহ একাধিক গ্রাম রক্ষার জন্য এলজিইডির কোটি টাকা ব্যয়ে নির্মিত গাইডওয়াল যেকোন মুহুর্তে ধ্বসে পড়তে পারে আশংকা করে স্থানীয় গ্রামবাসী সাংবাদিকের আশ্রয় নিলে গতকাল রবিবার সকাল ১১ টার দিকে সাংবাদিক মোঃ শফিউল¬াহ শাহীন অবৈধ বালি উত্তোলনের ছবি ধারণ করে।  এসময় বালি উত্তোলনে জড়িত মোঃ শাহজাহান, মনজুরুল আলম, মোক্তার আহমদ লাভুসহ ৭/৮ জন দুর্বৃত্ত সাংবাদিকের উপর হামলা চালিয়ে ক্যামরা, মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এব্যাপারে জানতে চাওয়া হলে উখিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম খান ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করেন। পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকের উপর হামলার নিন্দা জানিয়েছেন উখিয়া কর্মরত সাংবাদিক ও সাবেক প্রেস ক্লাব সভাপতি রফিক উদ্দিন বাবুল, মুহাম্মদ হানিফ আজাদ, শফিক আজাদ, সরওয়ার আলম শাহীন, কমরুদ্দিন মুকুল, মুহাম্মদ নুরুল হক, হুমায়ুন কবির জুশান, জসিম উদ্দিন চৌধুরী, এম. বশর চৌধুরী প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।