২৬ আগস্ট, ২০২৫ | ১১ ভাদ্র, ১৪৩২ | ২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!   ●  কক্সবাজারে ঝটিকা মিছিলে ঘুম ভাঙলো পুলিশের, গ্রেফতার ৫৫   ●  হাসিঘর ফাউন্ডেশন উখিয়া শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

উখিয়ায় সহিংসতা হ্রাসের আলোকে সম্প্রীতি বৃদ্ধির জন্য স্কাসের মানববন্ধন

বিশেষ প্রতিবেদক:

দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ জানিয়ে ” সাম্প্রদায়িক সহিংসতা হ্রাসের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি শীর্ষক” মানববন্ধন করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)।
বৃহস্পতিবার বিকেলে ইউএনডিপির সহযোগীতায় উখিয়া শহীদ মিনার চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা (স্কাস) এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
স্কাসের উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া, ইমাম সমিতি উখিয়ার সভাপতি মৌলানা জাফর আলম, মধ্যরত্না রত্নাঙ্কুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্যোতি প্রজ্ঞা ভিক্ষু, উখিয়া ভৈরব মন্দিরের পুরোহিত হারাধন চক্রবর্তী।
বক্তারা বলেন- কিছু সংখ্যক ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্প্রীতি বিনষ্ট করতে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর ধ্বংসযজ্ঞ চালিয়েছে।
অবিলম্বে এসব ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

বক্তারা আরো বলেন-গত কয়েক দিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে সাম্প্রদায়িক হামলাগুলো দেখেছি, তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।
যেখানে শিশুদের নির্যাতন করা হয়েছে। মানুষদের কোপানো হয়েছে। রংপুরের পীরগঞ্জের অনেকগুলো বাড়িতে আগুন দেওয়া হয়েছে। নির্যাতিত অসহায় মানুষদের আমরা রাস্তায় দেখেছি। এরকম বাংলাদেশ আমরা চাইনি।

তারা বলেন- মুক্তিযুদ্ধের বাংলাদেশে সাম্প্রদায়িকতা থাকতে পারে না। যারা এসব জঘন্য কাজ করছে, সরকারকে তাদের কঠোর হাতে দমন করতে হবে।
বক্তারা এসব ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সরকারের প্রতি তার জন্য আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের হেড অব মনিটরিং এস এম মামুন,স্কাসের প্রজেক্ট কো-অর্ডিনেটর তৌহিদুল মোস্তফা,আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন, প্রকল্প সমন্বয়কারী হাফিজ-আল- আসাদ, স্কাসের বিভিন্ন প্রকল্পের প্রতিনিধি ও উখিয়ার সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।