১৯ অক্টোবর, ২০২৫ | ৩ কার্তিক, ১৪৩২ | ২৬ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

উখিয়ায় মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ শীর্ষক মতবিনিময় সভা

Ukhiya Pic- 15
কক্সবাজারের উখিয়ায় মানবপাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করণ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫ টার দিকে রাজাপালং ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষনিক সদস্য কাজী রিয়াজুল হক। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আব্দুস সোবহানউখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, এনজিও কর্মী সাইফুল ইসলাম কলিম, বশির আহমদ, মানবাধিকার সংস্থা পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির পক্ষকে বাহার উদ্দিন, জালিয়াপালং ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি শহিদুল্লাহ কায়সার, উখিয়া উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। উক্ত সভায় এনজিও কর্মী বশির আহমদ বলেন, গত ১ মাসে উখিয়ায় ১৭৮ জন নিখোঁজের সন্ধান পায়। ৩২ জন পাচারকারীর মধ্যে স্থানীয় জন প্রতিনিধি, প্রভাবশালী ও বেশ কয়েক সংবাদকর্মীর নাম তালিকায় রয়েছে। মালয়েশিয়া থেকে ফেরত আসা ৬ জনকে পরিবারের নিকট হস্তান্তর করেন। প্রধান অতিথি বলেন, দারিদ্র, শিক্ষা অজ্ঞতার কারণে মানবপাচার বেড়েছে। দেশে এখনো পর্যন্ত যুবকদের জন্য ব্যাপক হারে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেনি সরকার। তাই জীবনের ঝুকি নিয়ে সাগর পথে মালয়েশিয়ায় যাচ্ছেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলো আরো বেশী দায়িত্বশীল হওয়ার আহবান জানান। দেশের বিভিন্ন স্থান থেকে এসে কক্সবাজারকে মানবপাচারের নিরাপদ ঘাটি হিসেবে বেছে নিয়েছেন। দেশ অনেক এগিয়ে গিয়েছে। ভবিষ্যতে কেউ যাতে দালালদের খপ্পরে পড়ে মালয়শিয়া না যাওয়ার জন্য অনুরোধ জানান। শীঘ্রই কক্সবাজারের আক্রান্ত উপজেলা সমূহ গুলোতে জাতীয় মানবাধিকার কমিশনারের পক্ষ থেকে জনসচেনতা মূলক কর্মকান্ড হাতে নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।