২৯ জানুয়ারি, ২০২৬ | ১৫ মাঘ, ১৪৩২ | ৯ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১   ●  খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিবিআইউ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে   ●  উখিয়া–নাইক্ষংছড়িতে আলোচিত মাদক ও জাল টাকা মামলার সংশ্লিষ্টদের প্রকাশ্য প্রচারণা নিয়ে প্রশ্ন   ●  আ.লীগের বদি’র ক্যাশিয়ার দশবছর পর ফিরলেন বিএনপিতে   ●  অসহায় শিশুদের জন্য শীতকালীন বস্ত্র উপহার দিল স্টুডেন্টস’ প্ল্যাটফর্ম

উখিয়ায় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

দীপন বিশ্বাসঃ কক্সবাজারের উখিয়ায় আসন্ন শারদীয় দূর্গোৎসব যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টজনদের সাথে উখিয়া উপজেলা প্রশাসনের প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উখিয়া সহকারী কমিশনার ভূমি ফখরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহিন, উখিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন শর্মা রনি, সাধারণ সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ রবি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ এর উখিয়া উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক দীপন বিশ্বাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সজল কান্তি ধর, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, জালিয়া পালং ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পল্লী চিকিৎসক উল্লাস ধর, হলদিয়া পালং ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পল্লী চিকিৎসক কার্তিক শর্মা, সাধারণ সম্পাদক সুমন শর্মা, ফালংখালী ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পল্লী চিকিৎসক রাষ্টন দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল দাশ শিবু, উখিয়া দারোগা বাজার পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উৎফল বিশ্বাস, সাধারণ সম্পাদক পাভেল নাথ, কাশিয়ারবিল পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শিবু ঘোষ, ধুরুমখালী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিরেশ্বর শর্মা, সাধারণ সম্পাদক সুমন শর্মা, খালকাচাপাড়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনিল শর্মা, সাধারণ সম্পাদক ছোটন শর্মা, কোটবাজার পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি বিভুতি ভুষন দত্ত, বালুখালী পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন- মাননীয় প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের জন্য পর্যাপ্ত পরিমান অনুদান বরাদ্দ দিয়েছেন। সেই মতে সকলকে সুসমবন্টন করা হবে এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দূর্গোৎসব পালন করার আহবান জানান। তিনি আরও বলেন- কেউ যাতে পূজা মন্ডপের আশে-পাশে মাদক কিংবা বখাটেপনা করতে না পারে সেদিকে সকলকে সজাক থাকতে হবে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজার নিরাপত্তার জন্য সাধ্যের চেয়ে অতিরিক্ত দেয়ার চেষ্টা করবো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।