১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২ | ১১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

উখিয়ায় ৪৮০ প্রান্তিক কৃষক পেল কৃষি প্রণোদনা!

কক্সবাজারের উখিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে উখিয়া উপজেলা পরিষদের সামনে ৪৮০ জন কৃষকের মাঝে লাল শাক, পালংশাক, মিষ্টি কুমড়া,লাউ টমেটোসহ বিভিন্ন ধরনের শাক-সবজির বীজ প্রদান করা হয়।

কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন।

এ সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিজাম উদ্দিন জানান, বাংলাদেশ সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের কল্যাণে কৃষিতে বিপ্লব ঘটাতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসাবে বিনামূল্যে সার ও বীজসহ আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের কোথাও ১ ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে। বিশ্বব্যাপি যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে সেটা মাথায় রেখে দেশকে বাঁচাতে কৃষির উপর অধিক গুরুত্ব দিতে হবে।

তারই ধারাবাহিকতায়‘প্রধানমন্ত্রীর কৃষি প্রণোদনার অংশ হিসেবে উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ৪৮০ জন কৃষকের মাঝে রবি মৌসুমের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে পর্যায়ক্রমে এসব শাক ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি রবি মৌসুমে ৫ হাজার কৃষক কৃষানীর মাঝে সরিষা, চীনাবাদাম, ভুট্টা, বোরো উফসী, হাইব্রিড বীজ সার বিতরণ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।