২১ অক্টোবর, ২০২৫ | ৫ কার্তিক, ১৪৩২ | ২৮ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

উখিয়ায় নির্মাণ শ্রমিক সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন

বার্তা পরিবেশকঃ উখিয়া উপজেলা রাজমিস্ত্রি নির্মাণ শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শুক্রবার শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মোঃ জয়নাল আবদীন ছাতা প্রতিক নিয়ে ৪৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ২৫৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ ইউসুফ আনারস প্রতীক নিয়ে ৪৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জলিল আহমদ পেয়েছেন ২৫৮ ভোট।   নির্বাচন কমিশনার ও উপজেলার সমবায় কর্মকর্তা কবির আহমদ নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে সহ-সভাপতি পদে খেজুর গাছ প্রতীক নিয়ে বেলাল আহমদ নির্বাচিত হয়েছেন তার প্রাপ্ত ভোট ২৭৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াসউদ্দিন পেয়েছেন ২৫৮। অর্থ সম্পাদক পদে মোঃ আব্দুল করিম বাই সাইকেল প্রতীক নিয়ে ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবের আহমদের প্রাপ্ত ভোট হচ্ছে ৩১৮।এদিকে সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে একটা না ভোট গ্রহণ চলে। নির্বাচন পরিচালনা কমিটি সদস্য জাফর আলম জানান ১০৫৭ ভোটের মধ্যে ৭৪১ জন ভোটার তাদের ভোটাধিকার  প্রয়োগ করেন। উক্ত নির্বাচনে প্রশাসনিক কর্মকর্তার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মী নির্বাচন পর্যবেক্ষণ করেন। অপরদিকে নবনির্বাচিত বিজয়ী সভাপতি মোঃ জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আনন্দ মিছিল শেষে এক পথসভায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় সহ সম্মানিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় সভাপতি তার বক্তব্যে সমিতির উন্নয়নের স্বার্থে ২ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।