২৭ অক্টোবর, ২০২৫ | ১১ কার্তিক, ১৪৩২ | ৪ জমাদিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

উখিয়ায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে যুব সমাবেশ অনুষ্ঠিত

ফারুক আহমদ, উখিয়াঃ তিন শতাধিক কিশোর-কিশোরীর উপস্থিতিতে উখিয়ার রাজাপালং আবুল কাশেম নুরজাহান উচ্চবিদ্যালয়”-এর হল রুমে গত সোমবার ‘যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

নেদারল্যান্ডস এম্বাসির অর্থায়নে, ইউএনএফপিএ এবং আইন ও সালিশ কেন্দ্রের সহযোগিতায় এনজিও সংস্হা ইপসা সমাবেশের আয়োজন করেন। মুলত যুব সমাজকে নারী নির্যাতনের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে সচেতন করতে এবং নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে উদ্বুদ্ধ উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জনাব মোঃ আলমগির কবির।

সমাবেশে অতিথিগন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মাল্টিসেক্টরাল সেবা সমূহের যথাযথ ব্যবহার ও আরও শক্তিশালী করনের মাধ্যমে সেবা নিশ্চিত করার লক্ষ্যে করনীয় বিষয়ে নিজেদের সুচিন্তিত মতামত প্রদান করেন।ইসপার আস্থা প্রকল্পের প্রকল্প সমন্বয়ক মোঃ জসিমউদ্দিন ও ফিল্ড সমন্বয়ক রিয়াজুর রহমানের যৌথ পরিচালনায় যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবি।

বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উখিয়া থানার উপ পরিদর্শক এবং উইমেন হেল্প ডেস্ক এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সিম্পু বড়ুয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এডভোকেট শামীম ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বাবুল আহমদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সুমন বড়ুয়া। উপস্থিত ছিলেন উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ ও সকল শিক্ষকবৃন্দ।

উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি বলেন নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে নারীকে প্রতিবাদি মনোভাব গড়ে তুলতে হবে। তিনি নিজে এ কাজে ব্যক্তিগত, সামাজিক বা আইনগত প্রক্রিয়ায় সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে অঙ্গীকার করেন।

তিনি ইউএনএফপিএ , আইন ও শালিস কেন্দ্র ও ইপসাকে আন্তরিক ধন্যবাদ জানান এমন আয়োজন করবার জন্য। উল্লেখ্য যে সমাবেশে পূর্বনির্ধারিত বিষয়ের উপর রচনা প্রতিযোগীতার আয়োজন করা হয়। আগ্রহী প্রতিযোগীরা “নারী নির্যাতন প্রতিরোধে কিশোর কিশোরীদের ভুমিকা” শিরোনামে তাদের লিখিত পত্র জমা দেন এবং প্রতিযোগীতার অংশগ্রহনকারী সকলের মধ্যে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। এছাড়াও তিনি অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীদের নারী ও কন্যা শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিসংতা প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান এবং স্বাক্ষর ক্যাম্পেইন এর উদ্বোধন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।