১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৩ আশ্বিন, ১৪৩২ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা

উখিয়া-টেকনাফের ৫ শতাধিক তরুন-তরুণীকে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে ‘সুশীলন’

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের সুপরিচিত এনজিও সুশীলনের মাধ্যমে উখিয়া-টেকনাফের বেকার, সুবিধা বঞ্চিত, ঝরে পড়া ৫ শতাধিক তরুন-তরুণীদের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন (অনলাইনে) করা হয়েছে।
১৩ জুন বৃহস্পতিবার ক্রাউন টিভিইটি ইনস্টিটিউট, উখিয়া মরিচ্যা বাজার শাখা অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন সুশীলন এর পরামর্শক ও ইয়্যুত রাইজ প্রজেক্টের ফোকাল পারসন ম, মুজিবুর রহমান।

প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ক্রাউন টিভিইটি ইনস্টিটিউট, কক্সবাজার।

তরুণ-তরুণীদের আগ্রহ ও পছন্দের ৯ টি ট্রেডে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করছেনন; যার মধ্যে রয়েছে জাতীয় দক্ষতামান প্রশিক্ষণ কম্পিউটার পরিচালনা লেভেল-১, গ্রাফিক্স ডিজাইন, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, মোবাইল ফোন সার্ভিসিং, ল্যান্ড সার্ভে, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, জুট ব্যাগ এন্ড বক্স মেকিং, হ্যান্ড এমব্রয়ডারি (নকশি কাথাঁ) ও মোটর ড্রাইভিং।

উক্ত কোর্স সফলতার সাথে সমাপ্ত করে সরকারি সার্টিফিকেট প্রদান, চাকুরির সহায়তা ও উদ্যোক্তা হতে সহযোগিতা করবে বলে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সুশীলন ইয়্যুত রাইজ প্রজেক্টের কো-অর্ডিনেটর কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুশীলন হিসাব শাখার উধ্বর্তন কর্মকর্তা আকতারুজ্জামান, মামুন রশিদ তমাল, এফএফ প্রকৌশলী নাইনুল ইসলাম, দেবু রয়, আলাউদ্দিন, শফিক, প্রশিক্ষণ ইনস্টিটিউট এর প্রজেক্ট কো-অর্ডিনেটর হেলাল উদ্দিন, বস্ত্র শাখার মাস্টার ট্রেইনার শারমিন সুলতানা, জেনিয়া, হুমায়ন কবির, জিন্নাত, সাখাওয়াত হোসেন সাকুসহ প্রমুখ।

উল্লেখ্য, এনার্জি ক্রাউন বাংলাদেশ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ শাখার ক্রাউন টিভিইটি ইনস্টিটিউট, কক্সবাজার লিংক রোড়, মরিচ্যা বাজার (উখিয়া) ও টেকনাফ শাখা থেকে বিশটির অধিক কোর্স ৫০% ছাড়ে ভর্তির সুযোগ রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের উপদেষ্টা রোটারিয়ান প্রকৌশলী এইচ, মোরশেদ সোহাগ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।