২ মে, ২০২৫ | ১৯ বৈশাখ, ১৪৩২ | ৩ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন

ঈদগাঁওতে হরতালের প্রভাব পড়েনি : চলছে যানবাহন

hortal_56009
বিএনপি’র মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমদকে আটকের প্রতিবাদে জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব কক্সবাজার সদরের ঈদগাঁওতে পড়েনি। চলছে দুরপাল্লাসহ অপরাপর ছোট-খাট যানবাহন। গতকাল রবিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালে বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁওতে সবকিছু স্বাভাবিক রয়েছে। ১৪ মার্চ হরতালের সমর্থনে ঈদগাঁও বাজার ও বাসস্টেশন এলাকায় বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠন একটি বিক্ষোভ মিছিল করলেও পরদিন (১৫ মার্চ) হরতালের দিন তেমনিভাবে হরতাল পালন হয়নি। চলছে দুর পাল্লার এসআলম, সৌদিয়া, হানিফ, তিশাসহ মাইক্রোবাস, মাহিন্দ্রা, টমটমসহ অসংখ্য যানবাহন। তবে হরতালের পক্ষে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত আলমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা মাঠে অবস্থান নিয়েছিল বলে জানা যায়। পুলিশ-বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা টহলরত অবস্থায় ছিল। অন্যদিকে অফিস, আদালত, ব্যাংক, বীমা, এনজিওসহ শিক্ষা প্রতিষ্ঠান স্বাভাবিকভাবে চলছিল। সাধারণ লোকজনের চলাচলে তেমন কোন অসুবিধা ঘটেনি বলে একাধিক পথচারী জানান। তবে কক্সবাজার থেকে আসা বেশ কয়েকটি গাড়ী চালকের সাথে কথা হলে তারা সুন্দরভাবে কক্সবাজার থেকে ঈদগাঁও আসতে পেরেছেন বলে জানান। এদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়কের মতে, দলীয় নেতাকর্মীরা হরতালের পক্ষে সকালে বাসস্টেশনে অবস্থান নিয়েছিল। এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়ার মতে, হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ-বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা শক্ত অবস্থানে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।