
কক্সবাজার সদরের ঈদগাঁওর ধনাঢ্য ব্যবসায়ী হাজী মাজহারুল হক আটক হয়েছেন। গত রবিবার রাতে চেক প্রতারণা মামলায় মাছ বাজার থেকে তাঁকে গ্রেফতার করে ঈদগাঁও তদন্ত কেন্দ্র পুলিশ।
আটক ব্যবসায়ী ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী সাতজুলাকাটার হাজী ফজল করিমের পুত্র। তিনি দেশের অন্যতম জনশক্তি রপ্তানীকারক প্রতিষ্ঠান সিনসিয়ার ট্রেড এন্ড ট্যুরিজমের স্বত্ত্বাধিকারী। তাঁর মামলার বাদী হচ্ছেন তাঁর আপন ছোট ভাই ও ইসলামপুর সী-রোজ ক্যামিকেল ইন্ডাষ্ট্রির সত্ত্বাধিকারী হাজী ফরিদুল আলম কোং।
জানা গেছে, আটক মাজহারুল তাঁর ছোট ভাই ফরিদের কাছ থেকে তার মালিকানাধীন তাজ ব্রিক ফিল্ড ক্রয় বাবদ তাঁকে ২টি চেক প্রদান করেন। চেক দুটি ব্যাংক কর্তৃপক্ষ ডিজঅনার করায় তিনি আইনী প্রক্রিয়ার মাধ্যমে আদালতে চেক প্রতারণার ২টি মামলা দায়ের করেন। সি.আর. ৩৩২/১৬ নং মামলাটি তিনি কক্সবাজারস্থ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দায়ের করেন। উক্ত মামলায় মাজহারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। বর্তমানে তা জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। অপর প্রতারণা মামলাটিও আদালতে বিচারাধীন বলে জানা গেছে।
এদিকে ৪৮ লাখ ৯৯ হাজার ৮৫৮ টাকার চেক প্রতারণা মামলায় গত রাত সাড়ে ৮টায় ঈদগাঁও পুলিশ আলোচিত এ ব্যবসায়ীকে তদন্ত কেন্দ্রে নিয়ে আসেন।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।