৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

ঈদগাঁওতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জেলা নেজামে ইসলাম পার্টি

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাস স্টেশনে সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজীর ছেলে মাওলানা আনওয়ার শাহ’র মালিকানাধীন  স্মার্ট ইলেকট্রনিকস এন্ড টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ৮ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) শেষ রাত তিনটায় সংঘটিত ভয়াবহ এ অগ্নিদূর্ঘটনায় ঈদগাঁও স্মার্ট ইলেকট্রনিকস এন্ড টেলিকম নামক এ দোকানে দোকানের ভিতরে থাকা স্মার্টফোন, কম্পিউটার, নগদ টাকা ও নামিদামি আসবাপত্র সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দোকানের স্বত্বাধিকারী মাওলানা আনওয়ার শাহ।
মর্মান্তিক এ দূর্ঘটনাস্থল  পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত  মাওলানা আনওয়ার শাহ’র প্রতি সমবেদনা জানাতে ছুটে গিয়েছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা প্রতিনিধি দল। ৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে জেলা আমীর মাওলানা আবদুল খালেক নিজামীর নেতৃত্ব এ প্রতিনিধি দলে ছিলেন,  নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, জেলা ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ শওকত আলী, রামু উপজেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজু প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকানপাট পরিদর্শন করেন এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মাওলানা আনওয়ার শাহসহ আরও যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি গভীর সমবেদনা জানান। সেই সাথে নেতৃবৃন্দ সুষ্ঠু তদন্তপূর্বক এ অগ্নিদূর্ঘটনার মূল কারণ উদঘাটন করে যথাযথ পদক্ষেপ গ্রহন এবং ঈদগাওতে অবিলম্বে ফায়াস সার্ভিস স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবি জানান। নেতৃবৃন্দ আল্লাহর দরবারে বিশেষ মুনাজাতে তাওফিক কামনা করেন যেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ক্ষতি পুষিয়ে উঠে হালাল রুজির অবলম্বন ব্যবসা প্রতিষ্ঠানটি পূনরায় চালু করতে পারেন সে তাওফিক কামনায়

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।