৩০ এপ্রিল, ২০২৫ | ১৭ বৈশাখ, ১৪৩২ | ১ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার

ঈদগাঁও -ঈদগড় সড়কের সংগঠিত খুনের ঘটনায় মামলা দায়ের

শাহিদ মোস্তফা শাহিদ:

কক্সবাজারে ঈদগাঁও -ঈদগড় সড়কে ডাকাতের হাতে নৃশংস ভাবে খুন হওয়ার জনপ্রিয় আঞ্চলিক গানের তরুণ সম্ভাবনাময়ী শিল্পী জনি দে রাজ হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ১০ অক্টোবর দুপুরে নিহতের বাবা তপন দে বাদী হয়ে ৪/৫ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে মামলাটি দায়ের করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুল গিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন৷

তিনি জানান, ঈদগাঁও ঈদগড় সড়কে সংঘটিত খুনের ঘটনায় নির্মম ভাবে খুন হওয়া জনি দে রাজ খুনের ঘটনায় তার বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার নং ২১–১০/১০/২০ জিআর ৭৫৫/২০,ধারা ৩০২/৩৪ দঃবিঃ৷ মামলাটি তদন্তের জন্য ঈদগাঁও তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর শামীম আল মামুনকে দায়িত্ব দিয়েছে বলে জানান মামলার বাদী পক্ষের আইনজীবী অরূপ বড়ুয়া তপু।উল্লেখ্য, গত ৮ অক্টোবর ভোরে চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে গানের অনুষ্ঠান শেষ করে ভোর ৪ টায় শ্যামলী পরিবহনে বাস করে ঈদগাঁও বাসস্টেশনে নামে৷ পরে নিহত কন্ঠ শিল্পী জনি দে রাজ সিএনজি যোগে ঈদগড় ফেরার পথে হিমছড়ি ঢালা নামক স্থানে পৌছলে ডাকাতদল সংকেত দিয়ে থামায়। পরে জনি দে রাজসহ অন্যন্যাদের উপরও আক্রমণ করে গুরুতর আহত করে।

স্থানীয়রা উদ্ধার করে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।