২২ ডিসেম্বর, ২০২৫ | ৭ পৌষ, ১৪৩২ | ১ রজব, ১৪৪৭


শিরোনাম
  ●  সিবিআইউ’র আইন বিভাগের ১৭তম ব্যাচের বিদায় অনুষ্ঠান সম্পন্ন   ●  ক্ষোভ থেকে হত্যার ছক আঁকেন অপরাধী চক্র   ●  রামুর ধোয়াপালংয়ে পোল্ট্রি ব্যবসায়ী অপহরণ : ৩ লাখ টাকা ও মোবাইল লুট   ●  খুনিয়াপালংয়ে বিএনপি সভাপতির সহযোগিতায় শতবর্ষী কবরস্থান দখলের পাঁয়তারা   ●  কক্সবাজার শত্রুমুক্ত দিবস ১২ ডিসেম্বর   ●  বৌদ্ধ সমিতি কক্সবাজার জেলা কমিটি গঠন সভাপতি অনিল, সম্পাদক সুজন   ●  সভাপতি পদে এগিয়ে ছাতা প্রতিকের প্রার্থী জয়নাল আবেদিন কনট্রাক্টর   ●  প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা   ●  ইয়াবার কথোপকথন ভাইরাল হওয়া ডালিম এখনো অধরা   ●  বৃত্তি পরীক্ষায় বিশেষ গ্রেড পেল খরুলিয়ার রোহান

ইসলামিক ফাউন্ডেশনের দিনব্যাপী কর্মসুচিতে বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মদিবস পালন

দিনব্যাপী কর্মসুচির মধ্য দিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করেছে কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশন। শুধু শহরে নয়, জেলার ৮ উপজেলার ৯২৬ কেন্দ্রে একযোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে জেলা কার্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কেন্দ্র মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির জনকের স্মরণে দিনটিতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ‘কথিকা’ পাঠ ও ‘থিমসং’ পরিবেশিত হয়। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ.কে.এম ইকবাল হোসেন। ইফার কক্সবাজার এর উপ-পরিচালক খাজা আহমদ মিয়াজীর সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মুহাম্মদ সরওয়ার আকবর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম ছিদ্দিকী, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মাওলানা সালাহ উদ্দিন মুহাম্মদ তারেক, জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল আলম সরকার। মাওলানা মো. রুহুল মতিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনায় সভায় বক্তব্য রাখেন ইফার ফিল্ড সুপারভাইজার ফজল করিম। সভা পরিচালনা করেন বিক্রয় সহকারী মো. আবদুর রহমান। সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের এক বিশাল জনসমুদ্রে বঙ্গবন্ধু দিয়েছিলেন স্বাধীনতার দিক নির্দেশনামূলক এক ঐতিহাসিক ভাষণ আর ২৬ মার্চের প্রথম প্রহরে দিয়েছিলেন স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা। যার ফলশ্রুতিতে বাংলাদেশ হয়েছে স্বাধীন আর বাঙালী পরিচিতি পেয়েছে একটি স্বাধীন জাতি হিসেবে। এ ইতিহাস আজকের প্রজন্মকে জানানো আমাদের সকলের দায়িত্ব। সভা শেষে বঙ্গবন্ধুর আতœার মাগফিরাত ও দেশ জাতির সুখ-সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।