২০ অক্টোবর, ২০২৫ | ৪ কার্তিক, ১৪৩২ | ২৭ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীন পরিবার, চার সন্তান স্কুলে যাওয়া বন্ধ   ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ

ইসলামপুরে বার্মাইয়া শাহাব মিয়ার হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সদরের ইসলামপুরে সামান্য পানি চলাচল নিয়ে স্বামী-স্ত্রী দুইজনকে কোপিয়েছে বার্মাইয়া শাহাব মিয়া ও তার স্ত্রী মনজিয়া বেগম। ওই বার্মাইয়া শাহাব মিয়া একই এলাকার নুরু সালামের ছেলে। আহত স্বামী-স্ত্রী একই ইউনিয়নের নাপিতখালী ভিলিজার পাড়া এলাকার নুরুল আবছারের ছেলে মো. রুবেল এবং তার স্ত্রী হুমাইয়রা আক্তার।

গত ১১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮ টার দিকে আহতের বাড়ির পাশের্^ এঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আহতের অবস্থা গুরুতর দেখে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তারা দুইজনেই সদর হাসপাতারে চিকিৎসাধীণ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দীন জানান, প্রকৃতপক্ষেই ওই হামলাকারী বার্মাইয়া শাহাব মিয়া নামে পরিচিত। সে বাংলাদেশী নই, বার্মা থেকে এসে এলাকায় বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে।

আহত মো. রুবেল বলেন, রাস্তার সামান্য পানি চলাচল নিয়ে বার্মাইয়া শাহাব মিয়া ও তার স্ত্রী অতর্কিতভাবে আমাকে কোপিয়েছে। হামলায় আমার বাম হাতের আঙ্গুল কেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম করেছে। পাশাপাশি আমার স্ত্রী মনজিয়া বেগমকে এলোপাতাড়ি লাথি, কিল ও ঘুষি মেরে মারাত্মকভাবে জখম করেছে ওই বার্মাইয়া শাহাব মিয়া ও তার স্ত্রী। হামলাকারীদে বিরুদ্ধে মামলার পক্রিয়া চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।