৪ মে, ২০২৫ | ২১ বৈশাখ, ১৪৩২ | ৫ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১

ইকবাল বদরীর জামিন সুপ্রীমকোর্টে বহাল

কক্সবাজার সময় ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ‘বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি’র সম্পাদক ও বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম ইকবাল বদরীর জামিন বহাল রেখেছে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্ট থেকে পাওয়া ইকবাল বদরীর জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করেছিল। যার নং ক্রিমিনাল পিটিশন-১৩৫৫(২০১৭)। দু’দফা শুনানী শেষে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের সেই আপিল খারিজ করে দেন।
জানা গেছে, একটি মামলায় ইকবাল বদরী গত বছরের ১৪ সেপ্টেম্বর নি¤œ আদালতে আত্মসমর্পণ করেছিলেন। পরে ৭ নভেম্বর উচ্চ আদালতের বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপতি জাফর আহামদের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ (ক্রিমিনাল মিচ মামলা নং-৪৮৩৫৮/১৭) তাঁর জামিন মঞ্জুর করেন। জামিনের পর ৯ নভেম্বর কক্সবাজার জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান।
অন্যদিকে ১৩ নভেম্বর সুপ্রীম কোর্টের আপিল বিভাগে জামিন স্থগিত চেয়ে আপিল দায়ের করেন রাষ্ট্রপক্ষ। ১৫ জানুয়ারি ও ১৮ জানুয়ারি ওই আপিলের দু’দফা দীর্ঘ শুনানী হয়। সুপ্রীম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানী শেষে রাষ্ট্র পক্ষের আপিল খারিজ হয়ে যায়। ফলে হাইকোর্টের দেয়া জামিন বহাল রয়েছে। হাইকোর্টের এই মামলার শুনানী করেন সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যরিস্টার মওদুদ আহামদ। তাকে সহায়তা করেন সুপ্রীম কোর্টের আইনজীবী সমিতির সহ-সভাপতি ওয়াজিউল্লাহ ও এড. কামাল হোসেন।
উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি রাষ্ট্রীয় পুরস্কারে (গ্রাম ও সার্বিক উন্নয়ন ক্যাটাগরি) ভূষিত হয় । সমিতির প্রতিনিধিরা এই পুরস্কার গ্রহণ করেন। তিনি ‘বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি’র দু’বারের বিপুল ভোটে নির্বাচিত সম্পাদক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।