১৪ অক্টোবর, ২০২৫ | ২৯ আশ্বিন, ১৪৩২ | ২১ রবিউস সানি, ১৪৪৭


শিরোনাম
  ●  রামুতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিজনের নেতৃত্বে এক ব্যক্তির দোকান দখলের অভিযোগ, চাঁদাবাজি মামলায় জিটু কারাগারে   ●  গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে ঢুকে হুমকি অভিযোগ ৪ এনসিপি নেতার বিরুদ্ধে   ●  কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত   ●  আলোচিত ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে লুটপাট, পরে রফাদফা!   ●  দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ   ●  কক্সবাজারে ভূমি নিবন্ধনে আকাশচুম্বী বর্ধিত উৎসেকর বাতিল, প্রসংশায় পঞ্চমুখ সালাহউদ্দিন আহমদ   ●  হলদিয়ায় ইমরানের ২০ হাজার ইয়াবা নিয়ে উধাও ৩ যুবক   ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান

ইউ আই টি এস স্কুল অব বিজনেসের উদ্যোগে “বিজনেস প্রমোশন ডে” অনুষ্ঠিত

ইউ আই টি এস স্কুল অব বিজনেসের উদ্যোগে ১৩ ও ১৪ মার্চ ২০১৭ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২য় বারের মত অনুষ্ঠিত হয় “বিজনেস প্রমোশন ডে”। ইউ আই টি এস সবসময়ই তারুণ্যের শক্তিকে কাজে লাগানো এবং তাদের দক্ষতাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করতে থাকে। যার একটি প্রচেষ্টায় হলো এই বিজনেস প্রমোশন ডে। স্কুল অব বিজনেসের শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় দু’দিন ব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বেশ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান তার পণ্য প্রচারের জন্য অংশগ্রহণ করে। বিজনেস প্রমোশন ডে উপলক্ষে আয়োজিত এ মেলার প্রধান ইভেন্ট পার্টনার ছিল “প্রাইম এসেট গ্রুপ”। প্রাইম এসেটও তাদের সেবা ও পণ্যের বিবরণ এ অনুষ্ঠানে প্রচার করে। স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মধ্যে দ্যা রুলস অর্গানাইজেশন , এস ওয়াই গ্লোবাল লিমিটেড। ডি কে সন. কম ও হযরত শাহ চন্দ্রাপুরী হোটেল এন্ড মিনি চাইনিজ এর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। মেলার বিভিন্ন থিম যেমন- অন লাইন শপিং, এন্টারপ্রেনারশিপ, সেলসম্যানশিপ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, বুক ফেয়ার, ফ্যাশন ডিজাইনিং, হ্যান্ডিক্রাফট, ফুড , ক্যাটারিং সার্ভিস ইত্যাদি স্টলের আয়োজন করা হয়।১৩ মার্চ ইউ আই টি এস এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান মেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, কোষাধ্যক্ষ ড. এস আর হিলালী, ভারপ্রাপ্ত রেজিস্টার মোঃ কামরুল হাসান ও বিশ্ববিদ্যালয়ের সকল ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক – শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র – ছাত্রীবৃন্দ। সমাপনী দিনে ছাত্র – ছাত্রীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ও ড. মোহাম্মদ সোলায়মান, বিশেষ অতিথি :

১. অভিনেতা ও টিভি ব্যাক্তিত্ব প্রাণ রায়।

২. বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।

৩. প্রাইম এসেট গ্রুপের সি ই ও এ. কে. এম ইয়াদাত হোসাইন।

৪. কোষাধ্যক্ষ ড. এস আর হিলালী।

৫. স্কুল অব বিজনেসের সম্মানিত ডিন অধ্যাপক আ. ন. ম. শরীফ।

আসন অলংকৃত করেন। অনুষ্ঠানে বেস্ট স্টল হিসেবে ডি. কে. সন প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। বিজনেস প্রমোশন ডে এর সাংগঠনিক কমিটির আয়োজক হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক শিতুমা জামান, সহকারী অধ্যাপক জেনিফার আলম, প্রভাষক মেহনাজ আক্তার এবং প্রভাষক রাবেয়া বসরী। অনুষ্ঠানে বেস্ট অর্গানাইজার হিসেবে শিতুমা জামান এবং বিভাগীয় প্রধান ফারহানা রহমান কে ক্রেস্ট প্রদান করা হয়। এ মেলা সকলের জন্য আনন্দময় মিলনমেলায় পরিণত হয় এবং শিক্ষার্থীরা ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্ক বাস্তবসম্মত ধারণা লাভ করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।