১০ সেপ্টেম্বর, ২০২৫ | ২৬ ভাদ্র, ১৪৩২ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ   ●  আজ রিমান্ডে পেকুয়া নেওয়া হচ্ছে জাফর আলমকে, নিরাপত্তার শঙ্কা!

আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ) ৪০ তম বার্ষিক সালানা ওরস মোবারক অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার জেলা গাউছিয়া কমিটির উদ্যোগে আউলাদে রাসূল (সাঃ) আল্লামা হাফেজক্বারী ছৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ) এর ৪০ তম বার্ষিক সালানা ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া প্রাঙ্গনে এই ওরস মোবারক অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার তশরিফ আনেন কক্সবাজার জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী। মিলাদ পরিচালনা করেন মাদরাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়ার সুপার মাওলানা শাহাদত হোসেন আল কাদেরী। মিলাদে বলা হয়, আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (রহঃ) ছিলেন সুন্নীয়তের পথ প্রদর্শক। এই মহান অলির আগমনের ফলেই এদেশের মানুষ ইসলামের মুলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক দিক-নির্দেশনা লাভ করেন। পাশাপাশি ইসলামের কৃষ্টি-সংস্কৃতির বিকাশে তাঁর অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। এদেশে হুজুর কেবলার আগমন না ঘটলে বাতেলদের উৎপাতে এবং তাদের প্রচারিত বদ-আক্বিদায় সাধারন মুসলমানরা বিভ্রান্ত হয়ে পড়তেন। হুজুর কেবলার নির্দেশে এদেশের আনাচে-কানাচে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানসমূহ সুন্নী আকিদার প্রচার-প্রসারে অসামান্য অবদান রেখে চলেছে। মিলাদ শেষে দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা হাফেজ ছলিম উল্লাহ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।