১৫ সেপ্টেম্বর, ২০২৫ | ৩১ ভাদ্র, ১৪৩২ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  দুর্ধর্ষ প্রতারক দিদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি   ●  ইয়াবাসহ পুলিশে সোপর্দ, চোর সন্দেহে চালান, এলাকায় ক্ষোভ   ●  শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান   ●  “প্লাস্টিক উৎপাদন কমানো না গেলে এর ব্যবহারে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়”   ●  নানা কর্মসূচির মধ্য দিয়ে কক্সবাজারে তাঁতীদলের খালেদা জিয়ার জন্মদিন পালন   ●  বৃহত্তর হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৫ম মৃত্যুবার্ষিকী আজ   ●  মরিচ্যা পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা   ●  রামুতে বনবিভাগের নির্মাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রশাসন ও বনকর্মীদের মাঝে প্রকাশ্যে বাকবিতন্ডা   ●  সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছৈয়দ নুরের মৃত্যুতে জেলা বিএনপির শোক   ●  চুরি করতে গিয়ে পুলিশ কনস্টেবলের স্ত্রী ধর্ষণ

আমিরাবাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ উৎসব-১৭ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক প্রতি বছরের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ উৎসব-১৭ উদ্বোধন করলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম ইসলাম চৌধুরী। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। নতুন বছরে শিক্ষার্থীরা বই পেয়ে অনেক বেশী উৎপল্ল ও আনন্দিত। ১জানুয়ারী ২০১৭ ইংরেজী সকাল সাড়ে ৯ টায় প্রথমে হাজার বিঘা নুরুল ইসলাম মাষ্টার প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ করা হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাজার বিঘা নুরুল ইসলাম মাষ্টার প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার পার্থ সারথী দাশ গুপ্ত, দাতা সদস্য আবদুল আমিন চৌধুরী, নেজাম উদ্দিন, শিক্ষিকা ওয়াহিদা আক্তার, নুর আয়শা, মোহাম্মদ মামুনুর রশিদ। সকাল সাড়ে ১২ টায় আমিরাবাদ এম এইচ নুরুল আলম চৌধুরী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব অনুষ্টিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবদুস ছবুর। অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন শিক্ষিকা নিলীমা আচার্য্য, মাষ্টার মোহাম্মদ আলী ছিদ্দিকী, মাষ্টার এহেছানুল হক,অফিস সহকারী মোনায়েম চৌধুরী। দুপুর দেড়টাই মল্লিক ছোবাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব সম্পন্ন হয়। অনুষ্টানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী। অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সানজিদা খানম। সিনিয়র শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস শাহিন আক্তার,যুবলীগ নেতা আবদুর রহিম,দেলোয়ারসহ অনেকেই। পৃথক পৃথক অনুষ্টানে আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার ও শিক্ষা বান্ধব সরকার।বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে।নতুন বছরের ১লা জানুয়ারী সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দিচ্ছে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্টানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।